আমাদের কথা খুঁজে নিন

   

বিলের দাবিতে সওজ ঠিকাদারদের কর্মসূচি

বকেয়া প্রায় ১৪ কোটি টাকার বিল পরিশোধের দাবিতে নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন বরিশাল সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) শতাধিক ঠিকাদার। গতকাল ঠিকাদাররা সংশ্লিষ্ট দফতরের নির্বাহী প্রকৌশলীর কাছে এই স্মারকলিপি দেন। এতে চলতি মাসের মধ্যে বকেয়া বিল পরিশোধ না করা হলে ২ জানুয়ারি কাফনের কাপড় পরে সওজ অফিসে অবস্থানসহ চার দিনের কর্মসূচি দিয়েছেন। বরিশাল সওজের নির্বাহী প্রকৌশলী খালেদ সাহেদ স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি ঊধর্্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে। ঠিকাদার মনির হোসেন জানান, ১৯৯৯ সাল থেকে চলতি বছর পর্যন্ত সড়ক ও জনপথের বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.