(১৯১২- ২০০৩)
সুইডেন
অনুবাদ : সকাল অনন্ত
মারিয়া ওয়াইন ( কার্লা পিটারসেন ) জন্ম গ্রহন করেন ৮ ই জুলাই ১৯১২ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এ। যখন উনার ৪ বছর বয়স কবি’র মা কবিকে অনাথ আশ্রমে দেন। সেখানে মারিয়াকে অহরহ মারধোর করা হতো যা মারিয়া মোটেই পচ্ছন্দ করতেন না। তারপর তিনি দত্তক হিসেবে আাশ্রিত হন। কিন্তু সেখনেও তিনি নিরাপত্তা বোধ করেননি।
১৯৩৬ সালে যখন তিনি চব্বিশ বছরের তরুণী অবকাশ যাপনের জন্যে রভিক এ যান এবং সেই সময়েই ট্রেন যাত্রাকালে তাঁর সাথে তাঁর ভবিষৎ স্বামী বিশিষ্ট সুইডিশ লেখক ও সাহিত্য সমালোচক লুনডকোভিষ্টের সাথে পরিচয় ঘটে। তাঁরা নিয়িমত পরস্পর পত্রাবলী লেখালেখি শুরু করেন এবং অবশেষে তাঁরা বিবাহ বন্ধেনে আবদ্ধ হন। তিনি তাঁর স্বামীর সাথে সুইডেনে স্হান্তরিত হন এবং সাহিত্য জগতের সাথে পরিচিতি লাভ করেন। স্বামীর প্রেরণায় তিনি নিজেও লিখতে শুরু করেন। মারিয়া ওয়াইনের প্রথম কবিতার বই প্রকাশিত হয় ১৯৪৩ সালে।
পরবর্তী কালে এই বইটিকে সাথে করে আরো তিনটি কবিতার বই প্রকাশিত হয় চল্লিশের দশকে এবং এই বইগুলোই তাঁকে একজন প্রখ্যাত নারী লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে। ১৯৫০ সাল থেকে তাঁর লেখা আরও ১২টি খন্ড প্রকাশিত হয় যাতে কয়েকটি গদ্যও অন্তর্ভূক্ত হয়। ২০০৩ সালের ২২শে এপ্রিল সোলনাতে (Solna,Stockholm County) এই অসাধারণ প্রতিভাবান কবি মৃত্যু মুখে পতিত হন। তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন। কয়েকটি বর্ণিত হলো :
BellMan Prize.1976
Ferlin Prize.1985
Gustav Froding Society’s Poetry prize.1998
Professorship.2002 (অনারারী)
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের তালিকা :
• The wind of darkness 1943
• Nude as the light 1945
• Fever Feet 1947
• Ring Ring 1948
• Born with black sails in 1950
• We have shot a lion (1951).
• Snare Dance 1953
• Poems 1942-1950, 1954
• Stenkälla 1954
১. নারী
নারী আামি তোমার আখিঁর গভীরতায় দেখি
সংকুল অরণ্যে তুমি ভীতু
কাক-কালো অন্ধকারে
যখন নির্নিমেষ চেয়ে থাকো
দেখি,
অরক্ষিত প্রাণীর আতংকিত দৃষ্টি।
নারী তুমি বিস্ময়কর গভীর
নারী আমি দেখি,
শংকিত তুমি তোমাতেই।
২. ভালোবাসো
ভালোবাসো, কাছে এসো না
ভালবাসার সুখময়তায় হাসার জন্য
একটু জায়গা রেখো
আমার উজ্জল চুল পাখির মত
প্রতিদিন স্বাধীনতায়
উড়তে দিও।
(সূত্র: The Penguin Book Of WOMEN POETS,Edited by : Carol Cosman,Joan Keefeand and Kathie Weaver
ও
Wikipedia)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।