আমাদের কথা খুঁজে নিন

   

মারিয়া ম্যান্ডেল

নাজি বাহিনীর হয়ে কাজ করে ভয়ঙ্কর প্রমাণ রেখেছেন দ্য বিস্ট কুখ্যাত মারিয়া ম্যান্ডেল। নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি পাওয়া এই নাজি অফিসারের নির্দেশে বন্দীদের ওপর চালানো হয় অবর্ণনীয় অত্যাচার। বিশ্লেষকরা বলে থাকেন, ১৯৪২ থেকে ১৯৪৫ সালের মধ্যে তার সরাসরি তত্ত্বাবধানে ও নির্দেশে পাঁচ লাখ বন্দীর মৃত্যুর ঘটনা ঘটে। বন্দীশালা থেকে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য প্রমাণ করে তার নির্দেশেই বহু বন্দীকে গ্যাসচেম্বারে পাঠিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার ব্যাপারে সর্বোচ্চ নিষ্ঠুরতার উদাহরণ হিসেবে দেখা হয়েছে বন্দীদের সঙ্গে অসদাচরণ, ব্যক্তিগত ইচ্ছার বিপরীতে আদেশ অমান্য করার কারণেই বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়া ইত্যাদি। এই কুখ্যাত নারীকে বিচারের মুখোমুখি করে ১৯৪৮ সালের ২৪ জানুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।