আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফি ও অলকের দলে থাকা না থাকা!

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন

ইদানিং ক্রিকেট দলের বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমাঝেই পত্রিকার পাতা সরগরম হয়ে উঠেছে। এর মাঝে একটি হচ্ছে মাশরাফি ও অলকের দলে না থাকা। বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে ফাঠিয়েছেন বোমা।

সাধারণ মানুষ ডাক দিয়েছে হরতালের। মানুষ যে মাশরাফিকে ভালবাসে তা প্রকাশ পেয়েছে এর মাধ্যমে। আর অলককে ভালবাসেন বোর্ড সদস্যরা । তারা চাচ্ছিলেন নির্বাচকরা তাকে আশরাফুলের বদলে দলে রাখুন। কিন্তু নির্বাচকরা তাদের সিদ্ধান্তে ছিলেন অটল।

শেষ পর্যন্ত অলক মাশরাফি কেউই দলে নেই। কিন্তু মাঝ থেকে সৃষ্টি হল একটি অনাকাঙ্খিত পরিবেশের। যাই ঘটে থাকুক আমরা ক্রিকেট দলের সফলতা কামনা করছি। এবং আশা করছি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।