আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!
ঐ যে আয়নার পেছনে দাঁড়িয়ে ছেলেটা
নি:স্পলক আমার দিকে তাকিয়ে আছে
তার মাঝে নিজেকে খুঁজে নিতে ব্যার্থ হই।
কোথায় সেই আমি, সেই হাসি মাখা মুখ
যখন বন্ধুদের সাথে হাসি আনন্দে মেতে উঠি
কে যেন বলে উঠে নিজের মাঝ থেকে
প্রতারক. .. ...!
তবে কি সেই ছেলেটাই দাঁড়িয়ে আছে
আয়নার পেছনে নিষ্পলক চোখে!
আমি তার চোখের দিকে তাকায়;
প্রশ্ন করি, কে তুমি বারবার
আমাকে প্রতারক বল?
আয়নার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা
নির্বাক চেয়ে থাকে আমার দিকে।
তার নির্বাক চেয়ে থাকা দেখে
এক সময় আমার ঠোঁটের কোনে
একটা সুক্ষ্ম হাসি খেলা করে যায়।
আর হঠাৎ. .. ...
কে যেন বলে উঠে, প্রতারক!
আমি সেই ছেলেটিকে খুঁজে নিতে ব্যর্থ হই,
আমি নিজেকে খুজেঁ নিতে ব্যর্থ হই,
সেই চিরচেনা আমি. .. ...
কেমন যেন ঘোলাটে, নিজেরই কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।