আমাদের কথা খুঁজে নিন

   

মানববন্ধন, ভেরেণ্ডাভাজি, কৌশিক, আসিফ মহিউদ্দীন এটসাটরা

মনে হয় বুনো পাখিদের দেশ থেকে দেশান্তরে যাতায়াত দেখেই তারা পালাবার শিক্ষালাভ হয়েছিল।

ব্লগার আসিফ মহিউদ্দীন এই পোষ্টে ফেলানি ইস্যুতে "সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ" করতে চাইতেসিলেন "অহিংস মানবতাবাদী" পদ্ধতিতে। আমি কমেন্টাইসিলাম: প্রজেক্টখান সুবিধার মনে হৈল না। অহিংস হৈতে হৈবে ক্যান? "মানবতাবাদী আন্দোলন" বহুত ক্যাচালপূর্ণ কনসেপ্ট। আপনে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ক্ষুদ্ধ হৈতে চান কিন্তু অহিংস।

কথা হৈল এইটাই সাম্রাজ্যবাদের প্রেজেন্ট হেজিমনি। এই কনসেপ্টে প্রবলেম আছে ভাইজান। উত্তর পাইনাইক্কা। মানববন্ধন ইস্যুতে ফিফার টাল্টিবাজি লই একখান লেখাও লিখসিলাম। আইজকা দেখলাম লেখা গায়েব।

তারপর লিখসিলাম, যারা হত্যাযজ্ঞের বিপরীতে "অহিংস অরাজনৈতিক আন্দুলন" চালাইতে চান তাগোরে লাল সালাম। তাগোর জন্য ভেরেণ্ডা ভাজি পাকানো হৈবেক। অরাজনৈতিক ভেরেণ্ডা ভাজি। মানব বন্ধনে আহেন। আগের লেখায় ফিফার লগে কৌশিকরেও টাল্টিবাজ কইসিলাম।

বাট- এই ছবিটাতে কৌশিকের গালভরা হাসি দেইখ্যা আপাতত তার ব্যাপারে আমার কথাখান প্রত্যাহার কইরা নিলাম। স্যরি ভাইজান। তয় ওখানে ভেরেণ্ডাভাজি খাইতে গেসিলেন এমন কেহ কি আছেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।