মোঃ বেলায়েত উল্লাহ
আজ মনে পরে শৈশব ও কৈশরের সেই দুরন্ত পনার কথা, যার পুরোটা সময় ব্যায় লেখাপড়া ও খেলাধুলার মাঝে। কত রকমের না খেলা খেলতাম মারবেল, লািটম, কেরাম,ব্যাডমিন্টন, ফুটবল,ক্রিকেট, গোল্লাছোট, হা ডু ডু, ইত্যাদি। খেলাধুলার মাঝে এতটা ব্যাস্ত থাকতাম যে প্রেম বা ভালবাসা কি তা অনুভব করার সময় ই- পাইনি। আর যখন অনুভব করতে শিখলাম তখন-ই বাস্তবতার মুখমুখি দাড়ােত গিয়ে আবেগীয় এই প্রেম বা ভালবাসা কোথায় যে হারিয়ে গেল তার খোজ আর পেলাম না। বাস্তবতা মানুষের মনকে কঠোর করে তুলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।