আমাদের কথা খুঁজে নিন

   

উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন...



এত ফোনকল জীবনে পেয়েছি কিনা কে জানে। দেশ বিদেশ থেকে গত ৪-৫ দিন যাবত ২১ জানুয়ারীর ঢাকার মানববন্ধন নিয়ে জানতে এবং সংহতি জানাতে আসছে একেরপর এক ফোন। ফোন ধরতে ধরতে আমার অবস্থা কাহিল। তবুও দেশের জন্য কিছু করার আকাংখা থেকে এসবকে তুচ্ছ মনে করছি। সবাইকে আবারো আগামী ২১ জানুয়ারী শুক্রবার বিকাল ৩.৩০ এ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে দেশের শাসক-বিরোধী দল তথা বিশ্ববাসীকে এটা জানিয়ে দিতে হবে বাংলার তরুনরা আজ দেশের ক্রান্তিকালে ঐক্যবদ্ধ এবং তারা কোন আগ্রাসী শক্তিকে অতীতে যেমন ছাড় দেয়নি তেমনি ভবিষ্যতেও ছাড় দিবেনা। সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই... নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই... উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ... দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন... আমার সোনার বাংলা আমি তোমায় বড় ভালবাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.