আমাদের কথা খুঁজে নিন

   

উজাড় করে বলুন মনের সব কথা

শিরোনামটা দেখে অনেকেরই মনে হতে পারে আমি বোধহয় প্রেম ভালবাসা নিয়ে পোস্টটা লিখছি। কিন্তু মনের সব কথা শুধু ভালবাসার ক্ষেত্রেই উজাড় করে বলতে হয়না। আরও অনেক ক্ষেত্রই আছে, যেখানে আপনার মনে কিংবা মাথায় যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে, সেগুলো মুখে আসছে না যা আপনার অর্জন কিংবা কর্মপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আপনি হয়তো ভাবছেন, মানুষ কি বলবে যদি আমি আমার আসল ভাবটা প্রকাশ করেই ফেলি। এসময় একটা কথা মনে রাখবেন, আপনার জীবনটা আপনিই চালাচ্ছেন, আশেপাশের মানুষগুলো শুধু আপনার কাজের সমালোচনাই করতে পারবে, তারা কখনোই আপনার জীবনের নিয়ন্ত্রণের দাবীদার নয়।

আজকে যে কথাটা আপনি বলতে পারলেন না তার জন্য হয়তো আগামীকাল আপনাকে পস্তাতে হবে অথবা আজীবন তীব্র এক আক্ষেপ নিয়ে কাটাতে হবে। অনেকেই বলে থাকেন, পরিবারের কথা চিন্তা করেই আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম। আজ বাকী সবাই সুখে আছে। সুখে নাই শুধু আমি আর আমার এই দুঃখের দিনে আমার পরিবারও আমার পাশে নেই। তাই পরিবারের জন্য এতটা ত্যাগ স্বীকার করার আগে একবার ভেবে নিবেন, ভবিষ্যতে আপনার এই ত্যাগ আপনার ব্যক্তিগত জীবনকে কোন প্রকার হতাশার দিকে ঠেলে দিচ্ছে কি না।

পড়াশোনার ক্ষেত্রেও একই কথা বলা চলে। অনেকেই বাবা-মার আবদার রাখতে গিয়ে নিজের আশৈশব লালিত স্বপ্নকে বিসর্জন দিয়ে এমন কোন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করা শুরু করে যেইটায় তার কোনদিন কোন আগ্রহই ছিলনা। ফলস্বরূপ তার ফলাফল খারাপ তো হয়ই,সেই সাথে তার জীবনটাও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাই নিজের মনটাকে আগে বুঝতে শিখতে হবে। ইচ্ছাশক্তির বিরুদ্ধে গিয়ে খুব বেশি সফলতা অর্জন কখনই সম্ভব নয়।

আর ভালবাসার ক্ষেত্রে এটা তো অনেকটা চিরস্থায়ী সত্যের মত। দুই পক্ষই হয়তো একে অপরকে পছন্দ করে কিন্তু বছরের পর বছর কেটে গেলেও মুখ ফুটে ভালবাসি কথাটা বলা হয়নি। খুব বেশি নাটকীয়তা না করে একবার আলতো করে বলেই দেখুন। কর্মক্ষেত্রেও কারও উপর জোর করে চাপানো কাজও ঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না, কারণটা ওই একই; ইচ্ছাশক্তির বিরুদ্ধগামিতা। তাই আপনার বস যতই রাগী কিংবা একনায়কসুলভ মনোভাব দেখান না কেন, নিজের ভালোর জন্য আপনাকে মুখ খুলতেই হবে।

নইলে দেখা যাবে আপনি নিজের সুপ্ত প্রতিভাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলে ফার্মের মুরগীতে পরিণত হচ্ছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.