বহু বছর পর আজ মাইলস এর "নিলা" গান তা শুনলাম...খুব জোরে জোরে ...বেশ ভালো লাগছে......আর সৃতির অতল গহবরে হারিয়ে গেলাম। সেই "মুক্ত মঞ্চের " কনসার্ট , শাফিন আহমেদ , ক্যাফেটেরিয়ার চার পাশ ভর্তি ভক্ত দর্শক। মানুষ আর মানুষ । সেই দিন নিলা নীল শাড়ি পড়ে এসেছিল , আবেগি অনুভূতির দেয়াল স্পর্শ করে দিয়ে ছিল । হাতে হাত রাখা ছিল, শক্ত তালুবন্দী । চোখের চাহনিতে অবুঝ ভালবাসা লুকিয়ে ছিল । আর ভেসে আসছিলো----------- তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চায় কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাতে অনাবিল সব সুখের ছোয়ায় তোমাকে কাছে চায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায় ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫ নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় ফুলের মত সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে পেতে চাই দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত ছুটে চলে অবিরত তোমার ঠিকানায় ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারি আশায়♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫ নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায় যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয় নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয় ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - ♫♫♫♫ - গানটির লিঙ্ক ঃ Nila/Neeela (নীলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।