প্রিয় মাধবীলতা...
আমি-তুমি করে আজ আমরা হই
শ্রাবণ দিনে দুজনে বৃষ্টির গান গাই
ফিরে যাই আবার একলা ঐ কিশোর বেলায়
তোমার কিশোরীকাল কি কেটেছিল আমার মতই সুখের ভেলায়।
একলা একলা ভেসেছি কত দিন
তুমিও ছিলে নীরব কত রাত্রি
চল এবার দুজনে মিলে
হয়ে পড়ি একই বাসের যাত্রী।
যেতে চাই আজ অনেক দূরে
মিশব পথের শেষ সীমানায়
আবেগী কবিতায় ভাসতে চাই
ভালবাসব দুজন দুজনায়।
এভাবেই চলুক সাদামাটা জীবন
আমি-তুমি আর আমাদের বন্ধন।
০৬।০৭।২০১০
© ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।