আমায় আর আবেগ দিও না প্রকৃতি ।
ওই আবেগকে ভুলে থাকতে চাই
যেই আবেগে জীবন ভুলেছি
ভুলেছি বাস্তবতার রঙ
জড়িয়েছি পাগল পদবী
ছিড়েছি ঠিকানাহীন পত্র কানন ।
প্রকৃতি , আমায় আর আবেগ দিও না
ওই আবেগে আবারো ভাসতে চাই না
অনন্ত সমুদ্রসীমায় ,
যেই আবেগে নিজেকে ভুলেছি
ভুলেছি নারী
হয়েছি কামনায় পিপাসিত কবি
লিখেছি শব্দহীন অর্থহীন কবিতার চরন ।
তবু বার বার ফিরে ফিরে এসেছ
আমার প্রতি তোমার এতই লালস ।
প্লাবীত বর্ষায় বৃষ্টি আসবে
নারীবীক্ষণ ক্ষমতায় বুঝে নিয়েছ
তাই কাপড় ছেড়েছ ,
নগ্ন বসনে অপেক্ষা
স্নানের অপেক্ষা ;
আবেগী আমি ,
তোমার নগ্ন রুপের অসহ্য মুগ্ধতায়
চিত্কার করে কাঁদতে চেয়েছি ,
তবু ছেড়ে দিতে পারিনি চোখের জল ।
ফুসফুস ফোলে ফোলে উঠেছে
ফেফে ফেফে উঠেছে আমার উষ্ঞ বুক ,
অসহ্য পিপাসিত বেদনায়
অপ্রকাশ্যেই চিত্কার করে কেঁদেছি ।
কর্কশ জীবন যন্ত্রনায়
আবেগকে ভুলে থাকতে চাই
ভুলে থাকতে চাই তোমায় , তোমার রুপ ।
ঝুমঝুমিয়ে চলে এসেছে বর্ষাধারা
লালস আবেগী চেনা রুপ
তবু নতুনের মত
অদ্ভূত মধুর তার সুর ,
শীতল বাতাস
আমার সর্বত্র ছুঁয়ে দেওয়া কোমল পরশ ।
জানালার গ্রীল গলে
নগ্ন আঙুলে কামনার স্পর্শ তুলে
পিপাসিত বৃষ্টির ছাট ।
তোমার দিকে তাকাই আমি
স্যাত স্যাতে শ্রাবণের রঙে সেজেছ তুমি ,
অঙ্গজুড়ে মাতাল অনুভব ,
তোমার চোখে পিপাসিত নজর খুনসুটির তৃষ্ঞার্থ কামনা ,
যে নজর
আমার চোখেও ছড়িয়ে দিতে চাও
অদ্ভূত ক্ষমতায় ছড়িয়ে দিয়ে যাও
আমার সর্বত্র ।
নিরুপায় আমি
আরো একবার ভুল করি ,
দড়জা খুলে এগিয়ে যাই
পিপাসিত কামনায় , আরো একবার আবেগী হই ,
আরো একবার ভিজিয়ে নেই নিজেকে ।
ডানা মেলা পাখির মত
দু'হাত মেলে ধরেছি ,
অবচেতন মনে
বৃষ্টি ঝরা , কাঁপন ধরা সিক্ত ঠোঁটে
শ্রাবণ ধারার সুর ছাপিয়ে বলছি ,
"আমি স্বরস আবেগী
এই নিরস জীবনের বনে ,
ভালবেসেছি পৃথিবী ,
ভালবাসি তোমাকে ,
তাই প্রেম আজও বেঁচে আছে । "।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।