আমাদের কথা খুঁজে নিন

   

বুনো



আঁধার রেতে গা ছমছম মহুল ফুলের বাস ড্যাবরা চোখে ছিটিয়ে পিরীত ধরলি কথায় দেহাতী গীত পাগলা দুহাত দাপিয়ে ওঠে গরম হলো শ্বাস রক্তে মাতন উঠলো যেন লৈলঙ্কার ঢেউ নেশা ধরায় তুর অমন আদল বুকের ভেতর ছৌ এর মাদল পাগলা সুরে উথলপাথল বাজায় বুঝি কেউ এমন রেতে আমরা দুজন পাতায় ছাওয়া ভুঁয়ে আঙ্গরা হোয়ে ছড়িয়ে যাবো লকলকিয়ে বনকে খাবো মাতাল দুজন স্বগগে যাবো পাশাপাশি শুঁয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।