আমাদের কথা খুঁজে নিন

   

বুনো অভিমান

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!

১. এই খানে কারো চোখে অভিমান ছিল নীল নীল সমুদ্রে ফেনার মেঘ যে বুকে পাখিটা মেলেছিল ডানা; ধূসর ঠোঁট জুড়ে চুমুর আবেগ...। সে বুকের অরন্যে কাগজি লেবুর ফুল লোনা,টক আর মুগ্ধ বেহালার সুর তুমি কান পাতো,হৃদয়ের ধ্বনি শোনো,শূন্য হাওয়ার ভাংচুর। ২. এখনি জল পড়বে টুপটাপ তার ঠোঁটের কোনায় বুনো হাঁসের ডানার ছাপ; এখনি ঝরবে পাখনা ঝাড়া জল,এখনি ভিজবে বুক, বুকের গভীর অতল,এখনি ভাঙবে অভিমান- রূঢ় বাক্যে অর্পিত সুর,পথ জুড়ে এখনি নামবে সন্ধ্যা... সবুজে সবুজে নিয়ন আলোর গান। ৩. এখানে একটা হলুদ ফড়িং, এখানে একটা পাখা- দয়িতার দু'চোখে স্বপ্নের মাখামাখি অযুত লক্ষ রঙের।তবু কারো নীল দৃষ্টি শুষে শুষে নেয় সব বিরহ ; যেমনটা তুমি নিতে- আমার জন্মের ও বহু আগে প্রকৃতির সাথে প্রেম প্রেম খেলে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।