আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় তুমুল লড়াই, নিহত ৩১

সিরিয়ার ভূমধ্যসাগর তীরবর্তী জাবাল আক্রাদ পার্বত্য এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। রবিবারের এ লড়াইয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। এ দিন প্রেসিডেন্ট আসাদের নিজ গোত্র শিয়া আলাউতি গোত্রের বেশ কয়েকটি গ্রামে হামলা চালায় বিদ্রোহীরা। ইন্টারনেটে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, জাবাল আক্রাদের আলাউতি গ্রাম বারৌদায় একটি সামরিক স্থাপনার ছাদ থেকে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের একটি ব্রিগেডের যোদ্ধারা সারি বেঁধে নামছে। যুক্তরাজ্যভিত্তিক আসাদবিরোধী পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আক্রাদ পর্বতের লড়াইয়ে আসাদ পক্ষের সেনা ও মিলিশিয়াসহ ১৯ জন এবং বিদ্রোহী পক্ষের ১২ জন নিহত হয়েছেন। রবিবার ভোরে পাশর্্ববর্তী সালমা শহর থেকে এসে বিদ্রোহীরা পার্বত্যাঞ্চলের দশটি আলাউতি গ্রাম আক্রমণ করলে লড়াই শুরু হয়। এর পরপরই সালমার বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে আকাশ হামলা চালায় সরকারি বাহিনী। রবিবার সারাদিন ধরে লড়াই চলে। প্রধানত সুনি্ন বিদ্রোহীরা শিয়া প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে লড়াই করছে। আসাদের আলাউতি গোত্র শিয়াদের একটি দলছুট অংশ। দুই বছর ধরে চলা সিরিয়ার এই গৃহযুদ্ধে এ পর্যন্ত লাখের ওপর মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন পর্যবেক্ষরা। ওয়েবসাইট।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.