টুইটারে রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, ইনজুরির কারণে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে অংশ নিতে পারছেন না। এই খবরে ভক্তরা হতাশই হয়েছেন। রোনালদোহীন পর্তুগাল কি ব্রাজিলের বিপক্ষে পূর্ণ শক্তি প্রদর্শন করতে পারবে! প্রশ্নটা থেকেই যাবে। তারপরও লড়াইটা ব্রাজিল-পর্তুগাল বলেই ভক্তদের আগ্রহ অনেক বেশি। আগামীকাল সকালে ম্যাসাচুসেটসের জিলেত্তি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পুরনো দুই প্রতিপক্ষ। এছাড়া আজ প্রীতি ম্যাচে চিলির মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ব্রাজিলের সঙ্গে পর্তুগাল বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছে। একবার ১৯৬৬ সালে (পর্তুগাল ৩-১ ব্রাজিল) দ্বিতীয়বার ২০১০ সালে (গোল শূন্য ড্র)। তবে প্রীতি ম্যাচে অনেকদূর এগিয়ে আছে ব্রাজিল। ১২ বারই জয় পেয়েছে তারা! পর্তুগিজরা জয় পেয়েছে মাত্র তিনবার। এই ব্যবধান সত্ত্বেও ব্রাজিল-পর্তুগাল লড়াই ফুটবল দুনিয়ার কাছে বেশ আকর্ষণীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।