আমাদের কথা খুঁজে নিন

   

চলন্ত ট্রেনে ঢিল, স্বামীর সঙ্গে ফেরা হল না প্রীতির

মাত্র ১৬ মাস আগে বিয়ের পিড়িতে বসে যুগলবন্দী হয়েছিলেন প্রীতি দাশ (২৪)। থাকতেন চট্টগ্রামে শুশুর-শাশুড়ির সঙ্গে। ঈদের পরদিন চোখে একরাশ স্বপ্ন আর ভালবাসা নিয়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন তার কর্মস্থল ঢাকায়। হঠাৎ ট্রেনের বাইরে থেকে ছুটে আসা একটি পাথর যেন মূহুর্তেই সব স্বপ্ন ভেঙে খান খান করে দিল। ট্রেনটি চট্টগ্রাম ছাড়ার আধাঘন্টার মধ্যেই ভাটিয়ারি এলাকায় চলন্ত ট্রেনে দুবৃত্তের ছোড়া পাথরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সম্প্রতি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করা মেধাবী তরুণীটি।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনে। রেলওয়ে থানার এসআই ওমর ফারুক জানান, নিহত প্রীতি দাশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে লেখাপড়া করছিলেন। নগরীর আগ্রাবাদ এলাকার গেজেটেড অফিসার্স কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতেন। ঈদের পরদিন স্বামীর সঙ্গে ফিরছিলেন তার কর্মস্থল ঢাকায়। প্রীতির স্বামী মিন্টু দাশ ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে মানবসম্পদ বিভাগের কর্মকর্তা।

মিন্টুর বন্ধু বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল্লাহ আল মামুনও তাদের সঙ্গে ওই ট্রেনে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মামুন সাংবাদিকদের জানান, রাত ১১ টায় ট্রেন ছাড়ার আধাঘণ্টা পর ভাটিয়ারি ভাঙ্গা ব্রিজ এলাকা পার হওয়ার সময় বাইরে থেকে  কে বা কারা চলন্ত ট্রেনে ঢিল ছোড়ে। সেটি সরাসরি প্রীতির মাথায় লাগলে তিনি সংজ্ঞা হারান। পরে সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামিয়ে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় প্রীতিকে। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই ওমর ফারুক জানান, ময়না-তদন্ত ছাড়াই প্রীতির পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছে। ঢিল ছোড়ার বিষয়টি তদন্ত হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.