আমাদের কথা খুঁজে নিন

   

অসুখের ডায়েরী-৭


১..... এইরাত রুপকথা , রাক্ষসের প্রতি রাক্ষসীর প্রেমের মত দাঁড়িয়ে আছে উচু উচু বিল্ডিং, কুয়াশা যেহেতু ঘিরে আছে ওই সবুজ পার্কটা সেহেতু নিশ্চিত হওয়া যায় যে, ওখানে ছেড়া কাপড়ে শীতে কাপছে এক রাজকন্যা , তার ঘুমের ভেতরে অজস্র প্রজাপ্রতি , অজস্র মথের স্বপ্ন এই জেগে থাকা চোখে দেখে, টের পায় যে তাদের রঙ্গীন ডানা আসলে শীতের ডাকনাম কোথায় রাজকুমার !!!তোমার অভিযানের কথা ভুলে গিয়ে , শুধু অভিযানের পোশাক ট্রায়াল দিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো ফ্যাশন হাউজের ভেতরে , ব্যাঙ্গমা ভাবে এই ঘুম ব্যাঙ্গমীর দেহে ক্লান্ত হওয়ার EROTIC পরিসমাপ্তি ২...... একটা পাহাড়ের চূড়ো তোমার অতীত থেকে জেগে উঠছে আর তোমার কপালে সুর্য ঝুলে আছে সাগরে ডুবে যাওয়া কোন সভ্যতার এক শিশুর কঙ্কালের মত আমি তোমার চোখের পাতার আলোড়নের ছন্দে, হাতে চাঁদ নিয়ে খেলছি তুমি ধীরে ধীরে সমুদ্র হয়ে যাচ্ছো দূরে তোমার হৃদয় এক বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে তুমি বললে " এখন আমি কি করবো? দেখো আমার সময়ের হাতে তুলে দেয়া শরীরটা গলে যাচ্ছে আর তা হয়ে যাচ্ছে একটা ডানা আর আমার গান হাওয়া হয়ে তোমাকে উড়িয়ে নেবে তোমার অচেনা আকাশে যা অন্যসময়ের কাছে একটা সীমের বিচির মত দ্বীপ, যে সাগর তোমার হয়েও তোমার স্বপ্নে বিলুপ্ত তার নিঃশ্বাষে ৩…………. আমারা হলাম শালা সেই বেজন্মা মজুরের দল, যারা আকাশে চিলের ডানার চলাচল অনুসরণ করে , কামারশালায় আর কারখানায় শেকলের ডানা বানাতে থাকি আমরা হলাম সেই হারামজাদার দল , যারা সবুজ ঘর পুড়িয়ে দিয়ে , আগুনের ছন দিয়ে ঘরের ছাউনী গাঁথি ৪………… চোখ বন্ধ করো...তোমার মনে আমি শীতের বৃষ্টি হয়ে ঝরছি তোমার দেহের সব খানা খন্দে আমি বৃষ্টির ফোঁটা হয়ে গড়িয়ে পড়ছি কি খুব শীতল মনে হচ্ছে , খুব শীত করছে তোমার? আমি তোমার উত্তাপ , আমি সুর্যের থেকে চুরি করে রাখা রোদ একাকিত্ব এক মরুভূমি , আর আজ তুমি যখন আমার কাছে এলে তখন ঐ মরুভূমি হয়ে গেল , আজকের এই বৃষ্টির জন্য শীতের আকাশের আগুন্তুক মেঘ , জানালার কাঁচে কনকনে শীতের হাতে তোমার জন্য আগুনের ফুল, বসন্ত তার ছোট বোনের নাম ৫……… ও আমার প্রেসিডেন্ট সাহেব, ও আমার পিদ্ধানম্নত্রী , ভাইঙ্গে ফেল সব কইডা জেলখানা , সব কইডা কয়েদীরে পাঠা ক্ষ্যাতে , সব কইডা পুলিশরে মাঠে নামা ধানের ক্ষ্যাতের তে নিড়েন দিয়ে ঘাষ তুলার জন্যি আর মুর্গীর খামারের তে পুকা সরানোর জন্যি..... কি দরকার এই বালের জেলখানা!!!!!!.... তোগের মাথায় কি শুধু টুপি আছে ,এট্টুও ঘিলু নেই??? তুরা জানিস নে যে " এই দুনিয়াডাই একখান জেলখানা " . ৬………. মঞ্চের স্পটলাইটের নিচে ,অন্ধকারে ঘাপটি মেরে থাকা অজস্র দর্শকের সামনে দাঁড়িয়ে তুমি টের পেলা যে , যে ভূমিকায় তুমি অভিনয় করছো , সে তোমার চরম অচেনা , পরম অন্ধকারে আছো তাকে নিয়ে , শুধু গরম হয়ে উঠছো তোমার হৃদয়ের উপর তার উত্তপ্ত নিঃশ্বাসে তুমি জানো না কেন তোমাকে কেন এই আগুন্তুকের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে কিন্তু তোমাকে স্পটলাইটের আলোর শেকল বেধে ফেলেছে পরম প্রেমে তুমি হাসঁফাঁস করো মুক্তির জন্য সেটাই বরং শিল্পের দারুণ উতকর্ষ কারণ তোমার চামড়া থেকে অজস্র দর্শকের চোখ তুলে নিচ্ছে কাড়ি কাড়ি বিনোদন আর মনোরঞ্জন ৭……….. সাম্যবাদের কথা গলা ফাটিয়ে বলে, জনতার মিলন- সঙ্গমের সব পথ খুজে জনগণ থেকে বহু দূরে দাঁড়িয়ে, অচ্ছুত গায়ে গন্ধওয়ালা ,অশিক্ষিত জনগনকে মুর্খ,অস্পৃষ্য ভেবে,যতসব দূরহ আর জটিল ত্বত্তের শাখা-প্রশাখা মেলে গামলা ভরা গাম্ভীর্যের বীর্য নিয়ে,সকল লোকের মাঝে বসে নিজের অতিব-জ্ঞানের ভারে আর দোষে, একা হতেছে একা হতে হতে আকাশে উড়িছে একাকী বাংলাদেশের কমিউনিষ্ট মহীরুহ ৮………. আমার ঘরের ফ্যানে আজ থেকে ৮৮ লক্ষ বছর আগে মরে যাওয়া এক বন মানুষের ফসিল ঝুলছে ... তার আত্মহত্যার দঁড়িটা কালপূরুষ নক্ষত্রের আলো দিয়ে বানানো ফিকে সবুজ তার বের হয়ে আসা জিহবার রং আর তার বহুনীল রঙের মনটা আমার মনের ভেতর হাতড়াচ্ছে জল দিয়ে বানানো এক মানবীর শরীর এক পাহাড়ী পদ্মের গন্ধ জল থেকে উঠে হয়ে যাচ্ছে প্রেম , আমার ঘরের ভেতর সভ্যতার প্রগতির নেশার দাবানলে পুড়ে যাওয়া একটা অরন্যের ধ্বংসাবশেষ আমি ফসিলের মৃতদেহ থেকে জন্ম নিচ্ছি পুনরায় বনমানুষ আর কেউ না হোক অন্তত তুমি বনমানুষী হও ৯……… তোমার দেহে যতগুলো রাত জমে জমে স্বপ্নের গ্লাসে হয়েছে পুরোন অন্ধকার বয়েসী মদ আমাকে দাও , আমি গিলবো যেভাবে তুমি নিঃশ্বাস গিলে বিষাদের চোখ মেলে তাকিয়ে দেখো , তোমার সমস্ত অনুভুতি গুলো আজো গাছের সবুজে ঠোকর মেরে যাছে তবু হতে পারেনি তারা কোন দুর্লভ পাখি তারপর আমি পৌছে যাবো সেই গাছের অনেক গভীরের শেকড়ে তার সব লুকোন জীবন মদ চুরি করে আমাদের যৌথ আকাশের জন্য বানাব মেঘ , আর তুমি বলবে " আমি তো বৃষ্টি হতে চাই" যদিও এরই মাঝে আমি তোমাকে বানিয়ে ফেলেছি অজস্র নক্ষত্র তোমার চোখের আগুন ডাকাতি করে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.