আমাদের কথা খুঁজে নিন

   

অসুখের ডায়েরী-৬


১……….. তুমি যখন নিঃসঙ্গ , তখন একদল পিঁপড়া তোমার স্বপ্নে হেঁটে যাবে লাইন ধরে তোমার ঘুমের শিয়রে একটা বাসী পাউরুটি পড়ে আছে পিঁপড়াগুলো সেদিকে আসবে না বরং পাউরুটির ভেতরে ঘাড় তুলে ডেকে উঠবে একটা মরা ঘোড়া যার ডানা বানানো সবুজ বরফ দিয়ে যার চোখটা গড়া বেগুনী রঙের আকাশ দিয়ে আর তার বাকী দেহ দেখতে ঠিক তোমার হৃদয়ের মত যখন প্রেম হয়ে গেছে অন্যকারো একুরিয়ামে বাদামী মাছের পেটে হজম তখন তোমার মত ,যে অন্যের ঘুমে মাথা পেতে দিয়েছো সেই ঘোড়াও মাথা নামাবে নরকের আগুন জলের সাগরে ২………….. অজস্র অভিজ্ঞতার বা জীবন বাহনের ইচ্ছা আমাকে তাড়া করে ফেরে কখনো মনে হয় আমি আমার জন্মানো শিশুকে প্রজাপ্রতি কিভাবে ধরতে হয় তাই শেখাচ্ছি , এমন একটা ঘোরে আমি ঢুকতে চাই আবার ঠিক তখনি মনে হয় আমি ঐ শিশুটার মায়ের চিরকুমার বন্ধুর মত হতে চাই যে অনেকদিন নিখোজ থেকে হঠাৎ কোন ঝড়ের রাতে ফিরে এসে শিশুটার ঘুমের শিয়রে অরন্য থেকে আনা একটা বুনো প্রজাপ্রতি হাতে দাঁড়িয়ে আছে ৩…….. আজ তোমাকে অনেকদিন পরে দেখলাম অন্যকারো ক্যালকুলেটরে তুমি দশমিক বিন্দু হয়ে আছো সবুজ তরকারীর পেছনের দরকারী অঙ্কের মত তুমি হাসছো আর দামী পারফিউমের ভেতরে গুপ্ত সুর্যে শুকোচ্ছে তোমার বরফ রাত্রির মত কান্না কালো কালো দশমিক বিন্দু থেকে কালি নিয়ে তুমি চোখে কাজল দিয়ে , আমার গানের দিকে তাকিয়ে খুজছো তোমার লোভে হারানো ঝর্ণা ৪………. তুমি চাইলে আর আমি সমুদ্র হয়ে গেলাম তোমার চোখে ফসফরাস হয়ে জ্বলে উঠলাম জলপরিদের রতি-মদে আর তুমি হাসি হয়ে উঠলে আকাশের শীত ফাঁটা ঠোঁটে আমি ঢেউ হলাম তোমার দেহের তরঙ্গে যদিও আমার হাড়ের উপরে ঘুমোচ্ছে নিঃসঙ্গতা -মধুর হাঙ্গর তবু পৃথিবীর অমাবস্যায় তুমি হঠাৎ চাঁদ হয়ে হাঙ্গরের দেহ করে দিলে মাটি আর আমি দেখলাম আমার প্রেমের রং-এ সেখানে ফুটে উঠলো অজস্র চন্দ্রমুখী ফুল ৫………… আমার কবিতা, আমার গান, আমার প্রেম, আমার ঘৃণার সমালোচনায় আমি তোমার একটা কবিতা, তোমার একটা গান , তোমার প্রেম ,তোমার ঘৃণা চাই " ভালো লাগছে" বা "ভাল লাগে নাই" জাতীয় ভিনগ্রহী, ভিনদেশী বিমুর্ত সম্বধোন চাই না
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.