আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইল ইরানের বিজ্ঞানীদের হত্যা করছে : ফিদেল ক্যাস্ত্রো

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইলের গুপ্তচররা ইরানের বিজ্ঞানীদের হত্যা করছে বলে কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো অভিযোগ করেছেন। শুক্রবার প্রকাশিত ‘আইনস্টাইন কি বলতেন’ শীর্ষক এক নিবন্ধে তিনি বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ করে মার্কিন ম্যাগাজিন ‘দি আটলান্টিক’-এ প্রকাশিত খবর থেকে দেখা যায়, এ তিন দেশের গুপ্তচররা ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাধাগ্রস্ত করতে নানা ধরনের অন্তর্ঘাতমূলক তত্পরতা চালাচ্ছে। এ জন্য দেশ তিনটি মাঝেমধ্যে ইরানের বিজ্ঞানীদের অপহরণ করছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরাইল মাঝেমধ্যে ইরানের বিজ্ঞানীদের হত্যা করছে। এ কাজে আরও কিছু বলদর্পী শক্তি জড়িত বলে তিনি উল্লেখ করেন। ফিদেল ক্যাস্ত্রো তার নিবন্ধে প্রশ্ন করেছেন, বিজ্ঞানী আইনস্টাইন বেঁচে থাকলে এসব পরমাণু বিজ্ঞানী অপহরণ ও হত্যার ঘটনায় তিনি কি বলতেন! ক্যাস্ত্রো স্পষ্টভাবে উল্লেখ করেন, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত মাসুদ আলী মোহাম্মদি ও মাজিদ শাহরিয়ারিসহ কয়েকজন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরানি বিজ্ঞানীদের লক্ষ্য করে ইসরাইল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্য কয়েকটি বলদর্পী শক্তি আরও কিছু মারাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু সেগুলো বিশ্বের বড় বড় গণমাধ্যমে প্রকাশ হয়নি বলে উল্লেখ করেন কিউবার এ বিপ্লবী নেতা। ইরানি বিজ্ঞানীদের হত্যায় ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ সদস্যদের ভূমিকা সম্পর্কে লন্ডনের ‘দি সানডে টেলিগ্রাফ’ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধের কথাও তুলে ধরেন ক্যাস্ত্রো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.