আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা সিনেমার কিছু প্রয়োজনীয় উপাত্ত -- প্রথম পর্ব!

Speak no evil, hear no evil, see no evil.

একটা কথা প্রথমেই বলে রাখি। আমি জীবনে অনেক বাংলা সিনেমা দেখেছি। ক্যাডেট কলেজ এ পড়া অবস্হায় আমাদের প্রতি সপ্তাহে অডিটরিয়ামে একটা করে বাংলা সিনেমা দেখতে হোতো রুটিন মাফিক। পরের সপ্তাহে ওটার ওপর আবার রিভিউ জমা দিতে হোতো! বাংলা সিনেমা অশ্লীল বলি, ক্ষ্যাত বলি আর অরূচি/কূরূচিপূর্ণ ই বলি একটা কথা অনস্বীকার্য যে বাংলা সিনেমা একটা হাস্যকর বা মজার ব্যাপার। যত দু্‌ঃখ কস্টই থাকুক না ক্যানো, বাংলা সিনেমা অন্তত কিছুক্ষণের জন্য হলেও তা ভুলিয়ে দেয়! যা হোক, আমার অনেক অভিগ্গতা এবং বিশ্লেষণ ধর্মী রিসার্চ এর ফলে বাংলা সিনেমার কিছু উপাত্ত পেয়েছি যা নীচে শেয়ার করলাম!: ১।

বাংলা সিনেমার হীরো কে মারতে গড়ে প্রায় ৮০ টা গুলি অথবা ১১ বার ছুরিকাঘাত এর প্রয়োজন হয়। এ পর্যন্ত বোমার আঘাতে বা গনপিটুনীতে নায়কের মরণ হয়েছে বলে আমার মনে পড়ে না। অন্যদিকে একজন নরমাল শত্রুকে মারতে ১ টা এবং প্রধান শত্রকে মারতে ৪ টা গুলির প্রয়োজন! ২। নায়ক গুলীবিদধ হবার সাথে সাথে শত্রুপক্ষের গোলাগুলি বন্ধ এবং নায়িকা এবং আত্বীয় স্বজনদের কান্নাকাটি শুরূ! ৩। প্রায় ৮৫% সিনেমার শেষ মারামারি একটা গোডাউন এ যেখানে থরে থরে ড্রাম বা কার্টুন সাজানো থাকে।

৪। রাজপুত্র জন্ম নেয়, বড় হয়, বুড়া হয়ে মারা যায় কিন্তু পাইক, পেয়াদা সৈনিকদের বয়স একই থাকে! ৫। ১০০% সিনেমায় নায়ক পুলিশ হোক বা আর্মী হোক তার চুল কিন্তু থাকে ঝাকরা ঝাকরা! ৬। ৮২% সিনেমায় নায়ক নায়িকার সামাজিক অবস্থা ভিন্ন, বড়লোক/গরীব + গরীব+বড়লোক। সাধারণত নায়িকাই বড়লোক পরিবারের সন্তান।

৭। ৯৯% ক্ষেত্রে নায়ক নায়িকার চেয়ে ওজনে কম থাকেন। তবে ইদানিং মুক্তিপ্রাপ্ত একটা ছবিতে ডিপজল ও রেসী অভিনয় করেছেন যাদের ওজনের ডিফারেন্স আমার জানা নাই! ৮। যেকোনো বাংলা সিনেমার প্রথম ১২ মিনিটের মধ্যেই সিনেমার শেষে কি হতে যাছ্চে তা আচ করা সম্ভব। ব্যাতিক্রম খোঁজ - দ্যা সার্চ।

শেষ পর্যন্ত ওটার প্লট বোঝা আমার সম্ভব হয় নাই! কি মারাত্মক! ৯। ৯০% সিনেমায় নায়ক/নায়িকার একজনের মা পৃথিবীর সবচে করুণাময়ী আরেকজন সবচে কূটিল। ১০। গত ৩০ বৎসরে ঘুষাঘুসির শব্দ বদলায় নাই--ব্যাকগ্রাউন্ডে ঢিসয়া ঢিসয়া ঢিসয়া.!! ১১। নায়কের এক ঘুষিতে গড়ে ১১ জন শত্রু কুপোকাত।

হলিউডি ছবি ম্যাট্রিক্স এ কিয়ানু রিভস এটা কে নকল করে সফল হয়েছেন! ১২। ৭৫% গান প্রেমের, ১২% দেশাত্ববোধক, ৯% প্রতিশোধমুলক বাকি ৪% অন্যান্য। ১৩। ছোটবেলায় আলাদা হয়ে যাওয়া ভাই বোনের মিলন ঘটে গানের মাধ্যমে (৬২%) বা ছবি ওয়ালা লকেটের মাধ্যমে (৩৮%)। ১৪।

বাংলা ছবিতে ব্যবহৃত বন্দুক ইত্যাদির চেহারা আমেরিকান সেনাবাহিনীর মেশিনগানের চেয়েও মারাত্মক! ১৫। যেকোনো দুঃস্হ মানুষের রক্তের গ্রুপের সাথে নায়কের রক্তের গ্রুপের অভূতপূর্ব মিল! ১৬। এ পর্যন্ত প্রায় সব নায়ক নায়িকাই সিনেমার শুরুতে অবিবাহিত থাকেন। ১৭। বাংলা সিনেমায় দেখানো সমস্ত কলেজের দৃশ্য (১০০%) এফ ডি সির মধ্যে চিত্রায়িত, বিষেশতঃ গোল সিড়ির কাছে! ১৮।

এ পর্যন্ত বাংলা সিমোয় যত গাড়ী, টিভি ইত্যাদি ভাংগা হয়েছে সবই পুরানো অকেজো। ১৯। বাংলা সিনেমায় পুলিশ সন্ত্রাসী পেছনে সবসময় বন্দুক উচিয়ে তাড়া করে, তা সন্ত্রাসী যত দুরেই থাকুক না কেনো। ২০। জেল থেকে ছাড়া পাওয়া সন্ত্রাসীকে সবসময় জেলগেটে গাদা ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়! এবং সেখান হতেই আবার সন্ত্রাস করার জন্য রওনা! ২১।

৯২% ক্ষেত্রে নায়কের ঠোট এ লাল রং এর লিপিস্টিক দেয়া! বাকীগুলা (৮%) মেরুন রং এর। ২২। ১০০% ক্ষেত্রে সন্ত্রাসী যদি গান গায় তবে হয় তা নায়িকাকে জোড় করে নাচানোর জন্য অথবা মদের আসরে নাচনেওয়ালীদের সাথে! বাকী গুলো পরবত্তী পর্বে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.