আমাদের কথা খুঁজে নিন

   

জামাল সেজে যখন ঘুরেছিলাম গালিভার হয়ে

I like kids .I love them all

আমি জামালপুরের জামাল মানিক গঞ্জের মানিকের পরামর্শ মত ঢাকায় বেড়াইতে গিয়া ভূতের গলির ভূত দেখিয়া ভয় পাইয়া পালাইয়া ধোলাইথাল গিয়া বেধড়ক ধোলাই খাইয়া এলিফেন্ট রোডে আসিয়া বিশাল এক হাতির লাথি খাইয়া ল্যাংড়া ও লুলা হইয়া চিকিৎসার আশায় টাঙ্গাইলের ভূয়াপুর গিয়া এক ভূয়া ডাক্তারের কাছে প্রতারিত হই। তারপর সুনামগঞ্জের সুনামী ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়া সুস্থ হইয়া হবিগঞ্জ যাওয়ার পথে এক হবি চাগাইয়া ওঠে। হবি পুরন করতে নবাব গঞ্জের নবাবের কাছে যাই। নবাব ব্যার্থ হইয়া স্বণার্বের কাছে পাঠায়। স্বর্ণাবকে না পাইয়া কুগড় গ্রাম গিয়া কুড়ি টাকা দিয়া লালমনির হাটের লাল এবং নীলফামারির নীল রং কিনিয়া পঞ্চগড়ের পাচ টাকায় গাইবান্ধার গাইয়ের দুধ পান করিয়া লক্ষ্মি হওয়ার আশায় লক্ষ্মিপুর যাবার কালে বান্দরবনের কতিপয় বান্দর আমাকে কিলাইয়া ঘুসাইয়া সাতক্ষিরা প্রেরণ কর।

ে সাতক্ষিরার হাসপাতালে সাতদিন থাকিয়া সাতটা ক্ষিরা খাইয়া এবং বরিশালের বরই খাইয়া সুস্থ হইয়া ঝিনাইদহ আসিয়া জ্বিনের সাথে সাক্ষাত হয়। তাহার সাথে কথা কইতে কইতে মহেশপুর আসিয়া মহিষ এবং হরিনাকুন্ডুর হরিনকে বাগের হাটের বাঘকে তাড়াইতে দেখিলাম। এ অবস্থা নিয়ন্ত্রনে আনতে গিয়া কালিগঞ্জের কালো কালি গায়ে মাখিয়ে শৈলকুপা গিয়া কুপানোর প্রশিক্ষণ নিয়া বাঘকে কুপাইয়া আহত করিয়া ফেলিয়াছি। বর্তমানে মাগুরারর মাগুর মাছ খাওয়াইয়া বাঘকে সুস্থ করার জন্য ঝালকাটির ঝাল এবং ফেনীর ফেন একসংগে মাথাইয়া খাওয়াইতেছি। বাঘ সুস্থ হইলে বানিয়াবহুর বানের মধ্যে ভরে কাওড়ার কাউছারকে সাথে লইয়া মমিন নগরের মমিনের পরামর্শ মত কক্সবাজারের বাজারে বিক্রি করিয়া একটি ঝামেলা হতে মুক্থ হইবো।

আপনারা দোয়া করিবেন যেন এইবার ঠাকুরগাওয়ের ঠাকুর এবং ব্রাক্ষ্মনবাড়িয়ার ব্রাক্ষ্মনের পরামর্শ নিয়ে রাঙ্গামাটির মাটি আনতে যাওয়ার সময় শেরপুরের শের এবং ময়মনসিংহের সিংহকে পরাস্থ করিয়া জয়পুরহাট গিয়া কুস্তি হামিদকে পরাজিত করিয়া জয়লাভ করিতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।