আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রতিরোধ্য শেখ জামাল

ভালো না মন্দ। ম্যাচে জয় পাওয়াটাই বড় কথা। একদল তুলনামূলক আক্রমণ চালাল, কিন্তু জিততে পারল না_ সেই ভালো খেলা তো অর্থহীন। গতকাল পেশাদার ফুটবল লিগে অনেকটা তাই হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকালে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

আগের ম্যাচে আবাহনীর কাছে ১-৩ গোলে ধরাশায়ী হলেও মুক্তিযোদ্ধাকে ঠিকই গুরুত্ব দিয়ে মাঠে নেমেছিল শেখ জামাল। এ নিয়ে দুই দল দুবার একে অপরের বিপক্ষে লড়ল। ফেডারেশন কাপ ফাইনালে ধানমন্ডি শিরোপা উৎসবে নেচেছিল ঠিকই। কিন্তু যে নৈপুণ্য মুক্তিযোদ্ধা প্রদর্শন করেছিল তাতে তারাও হারানো ট্রফি উদ্ধার করলে অবাক হওয়ার কিছু থাকত না। দুর্ভাগ্যক্রমে ০-১ গোলে হেরে তাদের রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

সুতরাং লিগে মুক্তিযোদ্ধাকে গুরুত্ব না দিয়ে উপায়ও ছিল না।

তারকা ভরা ধানমন্ডি এমনিতেই শক্তিশালী। ফেডারেশন কাপ জেতার পর লিগে তারা অপ্রতিরোধ্য গতিতে চলছে। তিন ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। গতকাল মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারানোয় বড় বাধা অতিক্রম করল তারা।

তবে আগের তিন ম্যাচের তুলনায় আফুসির শিষ্যদের বেশ নিষ্ক্রিয় মনে হয়েছে। আগের ম্যাচে হেরে মানিক তার শিষ্যদের লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামান। বলা যায়, লড়াই হয়েছে ফিফটি-ফিফটি। একবার জামাল আরেকবার মুক্তিযোদ্ধা আক্রমণমুখী হয়ে উঠলে ম্যাচ হয়ে উঠে দারুণ উপভোগ্য। আগের তিন ম্যাচে মামুনুলরা প্রতিপক্ষের রক্ষণভাগ অনায়াসে ভাঙতে পেরেছিলেন।

কিন্তু গতকাল তা হয়নি। অনেকটা ম্যান টু ম্যান মার্কিং রাখাতে জামালের ফরোয়াডরা সহজ গোলের সুযোগ তৈরি করতে পারেননি। অথচ মুক্তিযোদ্ধার আক্রমণে ক্ষিপ্ততা দেখা গেলেও গোলের দেখা পায়নি। দুর্ভাগ্য বলতে হয় তাদের। প্রথমেই তারা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন।

২১ মিনিটে পেনাল্টি লাভ করে মুক্তিযোদ্ধা। সবাই ধরে নিয়েছিলেন নিশ্চিত বল জালে জড়াচ্ছে। কিন্তু এলিটা কিংসলে জালের বদলে শট ম্যাচে সাইডবারে। এর পরই যেন শেখ জামাল নতুন জীবন ফিরে পায়। পরের মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা পেনাল্টি থেকে।

ওয়েডসন জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় স্বস্তিতে মাঠ ছাড়ে অভিজাত পাড়ার দলটি। চতুর্থ ম্যাচে আহামরি নৈপুণ্য প্রদর্শন করেনি। কিন্তু তাতে কি। জয়ের চাকাতো শতভাগ সচল রাখতে পেরেছেন মামুনুলরা।

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় মানিকের শিষ্যদের।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.