আমার ভুবন কান পেতে রয় ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
রবীন্দ্রসংগীতের কিংবদন্তী শিল্পী সুচিত্রা মিত্র আর নেই। আজ দুপুরে দক্ষিন কোলকাতার ডোভার লেনে নিজ গৃহে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার প্রথম সংগীত গুরু ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি সরাররি রবীন্দ্রনাথের কাছ থেকে রবীন্দসংগীতে দীক্ষা নিয়েছিলেন।
সুচিত্রা মিত্রের গান শুনি সেই ছোটোবেলা থেকেই। কত গান, আমায় বোলোনা গাহিতে বলোনা, সঙ্কোচের বিহ্বলতা, একদা তুমি প্রিয়ে, যদি তোর ডাক শুনে কেউ, খাচার পাখি ছিল, যদয প্রেম দিলেনা প্রানে, আকাশ ভরা সুর্য তারা আরও কত কত গান।
খুবই খারাপ লাগছে। কিছু বলার নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।