আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেন

www.adityaanik.com

সুচিত্রা সেন আদিত্য অনীক আচ্ছা বলুন তো কোথায় আমার ত্র“টি? প্রথম চালে আপনিই তো চড়িয়ে দিলেন ঘোড়ার পিঠে গুটি। ঘোড়া মেরে হাতি মেরে এতিম রাজা চেকে ফেলে বুঝিয়ে দিলেন। কী বুঝালেন? ছকে পেলে সব মেয়েই কম-বেশি সুচিত্রা সেন। বুকের পাটা এমনি দুলে নি ভবি তো আর বেঘোর ভুলে নি আপনিই তো মেঘ দুপুরে দুলিয়ে গেলেন আওলা চুলের বেণী কলস মরন দড়ি মরন যমুনার জল কালো বরন জলের তলার মীনকুমারীর তৃষ্ণা লাগা বারন। তৃষ্ণা আসে বালুর পিঠে মন পুড়ালে ছাই উপুর কলস সংগে চলে বৃন্দাবনের রাই। জল ঢেলে দিন, জল ঢেলে দিন, কলস উপুর করেন তবে বুঝব জলকুমারী সত্যি সুচিত্রা সেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।