আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেন (মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যু সংবাদ শুনে)

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি কি মরতে পারো ?__শুধু লোকান্তরে যাবে, তুমি তো বেঁচে থাকো আমাদের বোধে,
পৃথিবীর শেষদিন অবধি তুমি বাঁচবে আমাদের চেতনায় আমাদের শিল্পকলায়,
জন্ম থেকে প্রজন্মে, উত্তারাধিকারে, তোমার জীবন, প্রেম, নৈপূণ্য, শিল্পের প্রাসাদে __
তোমার চেতনা বয়ে যাবে নদীর মতোন রুধির অন্তগুঢ় স্রোতে, বেগে বেগে ধায়।

কিংবদন্তি আর লোকশ্রুতির মতোন তুমি লোক লোকান্তরে জীবনের নিপুণ অবলোকন দিয়ে যাও,
তোমার কথা স্বর শব্দ আর শাড়ীর ভাঁজ থেকে চুলের বিন্যাস আর খুনসুঁটির পুলকিত রস,
আমাদের নিত্য নৈমিত্তিক গার্হস্থ্য জীবনের ক্লান্তির ভিতরে দিয়ে যায় আনন্দ সরস __
বাঙালি, তার জীবন, প্রেম, কথাকৌশল, যাপিত জীবনের নৈপুণ্যচিত্র শিখেছে, তোমার সুরটাও
করায়ত্ত করে শিল্পাঙ্গনে ঠাঁই করে নিয়েছে।

যারা দেখেনি কোনোদিন তোমাকে,
তারা কি করে জানবে তুমি নামে একজন কিংবদন্তি ছিলো, দুই বাংলায় ? তারাও
জানবে, তোমার ঋণ যে বাংলার মাটি, নদী আর নক্ষত্রে, ভাষায়, বাকে, ভাস্বর হয়ে থাকে।
তুমি যে জীবন আর অভিনয়কে এক করে দিয়ে গেলে, তুমি যে নক্ষত্র শিল্পশাখে।

তুমি কি মরতে পারো ? তোমার অভিনয় কালে কালে ঘুরে ফিরে আসে, বধূর কথায়, কিশোরীর নৃত্যে __
বাঙালির বোধে, কালে কালে জন্মাবে, তুমি তো অবিনশ্বর, তুমি তো অমর প্রতিটি নিত্যে।
১৭.০১.২০১৪
সুচিত্রা সেন
(মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যু সংবাদ শুনে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।