আমাদের কথা খুঁজে নিন

   

সুচিত্রা সেন ...




হয়ত আমি এতো কাল ,
একজন সুচিত্রা সেনকেই খুঁজছি ।
সুচিত্রা সেন চলে যাওয়ার পর,
আজ আমি তা বুঝেছি ।

দুঃখ আমার অঙ্গের হার ,
সুচিত্রা সেনের জন্য ।
একালে এতো রূপবতী তবু,
যেন সুচিত্রার কাছে নগন্য ।

নিশি কালো কেশ ছিল তার ,
আর চোখ দুটো যেন হরিণী ।


যৌবন তার বদ্ধ ছিল ,
সদা চির স্নিগ্ধ তরুণী ।

মানুষ এমন সুন্দর হয়-
কথাটা সুচিত্রা সেনের জন্য ।
মহারানী তোমার পদাঙ্কে ,
হয়ত মরুভূমি হত অরন্য ।

কে বলে মরন বাঁধে সবাইকে ,
আমি মানি না সে কথায় ।
সুচিত্রা সেন বেঁচে থাকবেন ,
শ্রদ্ধা ভালোবাসার গভীরতায় ।



হয়ত আমি এতো কাল ,
একজন সুচিত্রা সেনকেই খুঁজেছি ।
পৃথিবীতে সুচিত্রা একজনই ছিল,
সে চলে যাওয়ার পর বুঝেছি ।
.

- পাভেল রাইস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।