পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে গতকাল নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় তাকে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত করা পিছিয়ে গেছে।
পারভেজ মোশাররফকে ২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে গতকাল আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ ও মোশাররফের আইনজীবী রওয়ালপিন্ডি আদালতকে জানান, 'মোশাররফের প্রাণনাশের ঝুঁকির কারণে তাকে আদালতে হাজির করা যথেষ্ট নিরাপদ নয়। মোশাররফ ১৯৯৯-২০০৮ পর্যন্ত পাকিস্তানের শাসন ক্ষমতায় ছিলেন। এ আমলেই রওয়ালপিন্ডি নগরীতে বেনজির ভুট্টো এক সন্ত্রাসী হামলায় নিহত হন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।