অনেক কিছু জানি না আর অনেক কিছুই জানতে চাই না
গোপন প্রণয়
হাত ছুঁয়ে থাকা অনন্ত সুখ
সে আমার অস্তিত্বের সন্ধান,
পিছুটান আপন করে পেয়ে যায়
অস্তিত্ব আমায় আকন্ঠ করে পান।
সময়ের দুই প্রান্তের সন্ধি
আমায় পারে নি কেউ গ্রহন করতে,
দোটানে ছিড়ে যাওয়া বুক
বিদগ্ধতায় শুধু পারে জ্বলতে।
শোন হে অনন্ত সময়
টানাপোড়া সেতো আর নয়,
জানো কিসে অব্যাক্ততা?
সে আমার একান্ত গোপন প্রণয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।