আমাদের কথা খুঁজে নিন

   

আটলান্টিক সিটি মুসল্লীদের আল হেরা মসজিদ ভবন ক্রয়ের সিদ্ধান্ত

প্রচারবিমুখ আটলান্টিক সিটির মুসল্লীদের একান্ত আগ্রহ ও আন্তরিক প্রচষ্টোয় সিটির প্রাণকেন্দ্র আটলান্টিক এভিনিউর আল-হেরা মসজিদ ভবন কেনার উদ্দ্যোগ নিয়েছেন স্থানীয় মুসল্লীরা। গতকাল ৬ আগস্ট খতম তারবীহ শেষে এই ঐতিহাসিক কাজে আল্লাহর রাস্তায় স্বতঃস্ফূর্ত সহযোগিতার প্রতিশ্রুতি করেন শত শত বাংলাদেশী মুসল্লীবর্গ।

যুক্তরাষ্ট্রের নিউজার্সি প্রদেশের অন্যতম বিখ্যাত শহর আটলান্টিক সিটি। ক্যাসিনো, মদ, জুয়া আর ক্লাবের শহর নামে পরিচিত। এই শহরে বাস করছে প্রায় পনেরো শতাধিক বাংলাদেশী মুসলিম পরিবার। শহরের নাম শুনে যারা ক্যাসিনো আর মদ জুয়া নিয়ে ভাবছেন তারা হয়তো অবাক হবেন এই শহরেও রয়েছে মুসলমানদের পবিত্র স্থান। শহরের মুসলমান পরিবারগুলির ঐকান্তিক চেষ্টায়  নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য গড়ে উঠছে একাধিক ইসলামিক প্রতিষ্ঠান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.