পড়ো, তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে। পড়ো, আর তোমার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (আল-কুরআন, সূরা-আলাক, আয়াত ১-৫)
হে মানুষ এ কেমন স্বাধীণতা.........?
এই স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
যাহা পেয়েছি তাহা চায়নি আমি, চেয়েছি তাহা পায়নি।
যাহা পেয়েছি তাহা চায়নি আমি, চেয়েছি তাহা পায়নি।
তাইত আমি বিপ্লবী আর কথাগুলো বে-আইনী।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
আজ স্বাধীণতা যেন দূর্নীতিবাজের শিক্তহস্থ কলম,
স্বাধীণতা মানে হর্তাল ডেকে রাজপথ রাখা গরম।
আজ স্বাধীণতা যেন দূর্নীতিবাজের শিক্তহস্থ কলম,
স্বাধীণতা মানে হর্তাল ডেকে রাজপথ রাখা গরম।
অতি দ্রব্যমূল্যে আজ মূখে যায়না ভাত,
সাধের লাগি কৃষক মেয়ে অনাহারে কাটে রাত।
ঐ কৃষকের চোঁখে করুণ কাহানী দেখতে আমি চায়নি,
ঐ কৃষকের চোঁখে করুণ কাহানী দেখতে আমি চায়নি,
তাইত আমি বিপ্লবী আর কথাগুলো বে-আইনী।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
আজ স্বাধীণতা যেন মামার হাতের পান্থা ভাত আর মোয়া,
স্বাধীণতা মানে শহীদ মিনারের ফুলের মোহরা দিলাম।
আজ স্বাধীণতা যেন মামার হাতের পান্থা ভাত আর মোয়া,
স্বাধীণতা মানে শহীদ মিনারের ফুলের মোহরা দিলাম।
অতীত শহীদ মাকে নিয়ে ব্যথায় কাতর বুকে,
ঝির্ন-শির্ন নিষ্য হয়ে মরিছে ধূকে ধূকে।
ঐ শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চায়নি।
ঐ শহীদ মায়ের করুন কান্না শুনিতে আমি চায়নি।
তাইত আমি বিপ্লবী আর কথাগুলো বেআইনী।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
আজ স্বাধীণতা মানে (রাজনীতি মানে) আকাশ চুমকি বাড়ী।
স্বাধীণতা মানে মূল্য ছাড়ায় বিলাশ বহুল বাড়ী।
আজ স্বাধীণতা মানে (রাজনীতি মানে) আকাশ চুমকি বাড়ী।
স্বাধীণতা মানে মূল্য ছাড়ায় বিলাশ বহুল বাড়ী।
ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী,
ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শিশু নারী,
মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারা কারি।
ঐ খূদিত শিশুর করুন কান্না শুনিতে আমি চায়নি,
ঐ খূদিত শিশুর হাহাকার আমি শুনিতে কবু চায়নি।
তাইত আমি বিপ্লবী আর কথাগুলো বেআইনী।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা।
যাহা পেয়েছি তাহা চায়নি আমি, চেয়েছি তাহা পায়নি।
যাহা পেয়েছি তাহা চায়নি আমি, চেয়েছি তাহা পায়নি।
তাইত আমি বিপ্লবী আর কথাগুলো বে-আইনী।
স্বাধীণতা চায়নি আমি এই স্বাধীণতা।
স্বাধীণতা পায় নীরব সেই স্বাধীণতা...................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।