আমাদের কথা খুঁজে নিন

   

বকেয়া বেতনের দাবিতে নলছিটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

ঝালকাঠির নলছিটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১৯ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল ৯ টায় পৌরসভার সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন। প্রায় দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী চলে। এসময় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা
 
পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বেলা ১১টার দিকে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোঃ আরেফিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ কর্মচারীদের অভিযোগ শুনে বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়। এ সময় নলছিটি থানা পুলিশ উপস্থিত ছিল।
 
পৌরসভার সামনে অবস্থান ধর্মঘাটে পৌর কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্যাশিয়ার রেখা বেগম, কর আদায় কারী মোঃ মোস্তফা তালুকদার, ইলেকট্রিশিয়ান মোঃ লিজন ওরফে টুলু ও কর্মচারী নিমাই প্রমুখ।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.