আমাদের কথা খুঁজে নিন

   

বকেয়া বেতনের দাবিতে 'দিনকাল' কর্মীদের অবস্থান ধর্মঘট

আমি কিছুই লিখব না।

বকেয়া বেতন-ভাতার দাবিতে বিএনপির মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক দিনকালের সাংবাদিক-কর্মচারিরা মঙ্গলবার গুলশানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছেন। সন্ধ্যায় পত্রিকাটির ডিইউজে ইউনিট প্রধান মোদাব্বের হোসেন ও শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মহীউদ্দিন আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাত সাড়ে আটটার দিকে তার কার্যালয়ে আসেন। এ সময় আন্দোলনরত সাংবাদিক-কর্মচারিরা সারিবদ্ধভাবে অবস্থান নেন।

দৈনিক দিনকালের ডিইউজে ইউনিট প্রধান মোদাব্বের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ১৪ মাস ধরে বেতন পাচ্ছি না। এছাড়া সপ্তম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করা হয়নি। এগুলোসহ পাঁচ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করছি। " এর আগে গত এপ্রিল মাসে পত্রিকাটির সাংবাদিক-কর্মচারিরা বকেয়া বেতনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুদিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে ১৮ এপ্রিল খালেদা জিয়া পত্রিকাটির সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলে নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক নিয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন।

কিন্তু তা বাস্তবায়িত হয়নি বলে আন্দোলনরতরা জানান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান দৈনিক দিনকালের প্রকাশক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.