ঘুম নেই চোখে
আছে শুধুই লোনা জল
অঝোর বরষায় হামেশাই ভিজে যায়
নাকের গোড়ালী
নরম তোয়ালে কিংবা শুভ্র টিস্যু পেপার চেপে ধরি আঁখিকোণে
ভিজে যায়, ফেলে দিই
শুধু ফেলে দিতে পারি না মনের কোণে জমে থাকা আক্রোশ
স্বদেশী শকুনগুলো কুড়ে কুড়ে খাচ্ছে সাধের স্বাধীনতা
খামচে ধরেছে লাল-সবুজের পতাকা
ধারালো নখের আঁচড়ে, লাল আর লালে, রক্তে আর রক্তে
ঢাকা পড়ছে সবুজ
রঞ্জিত হচ্ছে মানচিত্র
তিক্ততায় তির তির করে ওঠে অন্তর
থেকে থেকে ভেজা চোখে
জ্বলে ওঠে আগুনের ফুলকি
দুলে ওঠে দেহের কলকব্জা
আর বেড়ে যায় হার্টবিট
অনেক কিছুই করতে চাই
কিছুই করতে পারি না- শুধুই থেমে যাই
দপ করে নিভে যায় আগুনের ফুলকি
চোখ বেয়ে দর দর করে নামে ক্ষোভের লবণ
দাঁতে দাঁত চেপে মনে মনে শুধু বলি, রাজাকারের বাচ্চা,
জারজ কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা
আরো কতো কি বলতে চাই, বলতে পারি না
গলাটা আটকে যায়
আমার চোখের জল যেদিন শুকাবে
সেদিন একটা স্টেনগান হাতে নেবো
আর শুষ্ক চোখে জ্বালিয়ে নেবো আগ্নেয়গিরির শিখা।
রচনাকাল : ২২/০৮/০৪ ইং
সময়: রাত ১২:৩০ মিনিট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।