আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভ

When life gives you a hundred reasons to cry, show life that you have a thousand reasons to smile. .....

আমি যখন এই ব্লগে রেজি: করি তখন এইসব আজে-বাজে পোষ্ট দেখিনি। কত গুরুত্বপুর্ণ পোষ্ট পেতাম, সবগুলো পড়েও শেষ করা যেতনা একসাথে অথচ এখন ব্লগে প্রবেশ করলেই দেখি...... ভাত খাইতে যাচ্ছি, ঘুমাতে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, আমি সেইফ হয়েছি, জেনারেল হইছি, অমুক ব্যান, তমুক ব্লগ ছেড়ে যাচ্ছে-- এই টাইপের পোষ্ট। আস্তিক-নাস্তিক তো এখন সংসদে আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে। আরো লক্ষণীয় যে, একটা বিষয় নিয়ে কমপক্ষে ৫০-৬০ টা পোষ্ট। কি দরকার ? ওই বিষয় নিয়ে যে লেখাটা এসেছে তাতেই মন্তব্য করুন।

মানছি সবাই তো আর ভাল লেখা লেখেনা.....তাই বলে এতটা ! আর গালাগালি শিখতে চাইলে এখন ব্লগ অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত হচ্ছে !! পরিস্থিতি এমন যে ব্লগের সংজ্ঞা কি, তা নিয়ে যুক্তিতর্ক শুরু করা যায়। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন যারা দাপটের সাথে ব্লগে লেখালেখি করত তাদের প্রায় দূরে সরে গেছে। তারা এই ব্লগে লগইন করে কিনা এই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। জানি আমার এই লেখা প্রথম পৃষ্ঠাকে খানিকটা হলেও অসম্মান করবে কারণ এইটা কোন গুরুত্বপূর্ণ লেখা নয়। যারা অযথা গুরুত্বহীন (ফালতু বলব না) লেখা দিয়ে ব্লগের মর্যাদা ক্ষুন্ন করছেন তাদের প্রতি অনুরোধ ভাল লেখা পোষ্ট করুন, সবাইকে আরো সচেতন করুন দেশের প্রতি, ভাল ভাল লেখা দিয়ে ।

সবাই ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।