আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভ

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

ভুল দেখেছ এটা চোখের জল নয় মানবিক অশ্রু ধারা, এটা শরীর নয় ক্ষোভ টানটান শিরা-উপশিরায় যোদ্ধা। একদিন হাতে থাকবে খোলা তরবার খুব দুর নয়, দেখ তার ছায়া ওই দিগন্তে সূর্যের আলোয় ফিনকি ছোটাবে রক্তের অমানবিকতার অসাম্যের আর শয়তানের। তুষার ধবল আরবী ঘোরায় চেপে ছুটে যাবে শহরের অলি গলি আনাচ-কানাচ পেরুবে সব ভেদ করে অন্ধকারেও তার ফলা চমকাবে। খোলা বাবরী, চোখে প্রশ্নহীন সর্বনাশ মুষ্টিবদ্ধ পান্ঞ্জায় ঝঙ্কার উঠে অস্ত্রের অশ্বখুরের শব্দের নীচে চাপা পড়ে সব আর্তনাদ আকুতি মিনতি জোড়হাত সব কীট সব জংলীপোকা। ধুলোমলিন মুখ দৃঢ়াবদ্ধ দাঁতে দাঁত, শুকনো জ্বীভে দেহ শক্ত পলকহীন চোখে প্রশ্নহীন সর্বনাশ-ধ্বংস। যোদ্ধার হাতে লাগাম, হাতে খোলা অস্ত্রো দূরহও অমানবিকতা, দূরহও অসাম্য দূরহও শয়তান। লোহার ঘরে বন্দী কাগুজে নোট কারখানা ঘরে নড়াচড়া করে রক্ত আকাশ ছোয়া ইমারতের দীর্ঘশ্বাস-ঘাম যত কষ্ট বাতাসে ঘোরে, তার ভেতরে শয়তানের সিংহাসনে কালো জ্বীভ-দেঁতো হাসি হুংকার মানবিকতার মেরুদন্ডে দাঁত বসায় অমানবিক চাবুক শীস্‌ কেটে যায়। অশ্বখুরের নীচে অমানবিক চাবুক কালো জ্বীভ-দাঁত চাপা পড়ে, থেতলে যায় ফিনকি ছোটায় কালো রক্তের, কচুকাটা সব কচুকাটা- ভুল দেখেছ এটা চোখের জল নয় মানবিক অশ্রু ধারা, এটা শরীর নয় ক্ষোভ টানটান শিরা-উপশিরায় যোদ্ধা।। ................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।