আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভ

চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!

কিছু কুৎসিত ছবি বারবার আমার চোখের সামনে পড়ে যা দেখে আমার আত্মা কেঁপে উঠে- শকুনের ছিড়ে খাওয়া লাশের মত; বিখাউজ ঘায়ের মত; মুখ ভর্তি বমির মত যা লেগে থাকে বাসের জানলায়। হয়ত আমি বোঝাতে পারলাম না! হয়ত এর চেয়েও কুৎসিত!! কিছু দুর্গন্ধ আমার নাকে বার বার লাগে আমার নিশ্বাস বন্ধ হয়ে আসে- ঢাকার রাস্তায় পড়ে থাকা ডাস্টবিনের আবর্জনার মত; হাজারীবাগ ট্যানারীর গলির মত; অথবা মুখ খোলা ল্যাট্রিন ট্যাঙ্কের মত; হয়ত তার চেয়েও তীব্র! হয়ত তা তুলনাহীন‍!‍! কিছু কিছু মুহূর্ত আমার জীবনে এসেছে; আমার মনে হয়েছে আমি কেন মানুষ হলাম? দুর্গন্ধযুক্ত কুৎসিত সমাজের একজন; যদি কাক/কুত্তা হতাম!! সকল নোংরা আবর্জনা খেয়ে ফেলতাম, অন্তত দুর্গন্ধ আমার নিশ্বাস বন্ধ করতে পারত না! যদি বাদুড় হতাম ঘুরতাম-উড়তাম গাছে গাছে অন্তত কুৎসিত কিছু দেখতে হত না! কিন্তু আমি হয়েছি মানুষ। সৃষ্টির সেরা জীব!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।