সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
নারী , তোমার জীবন ধন্য
তুমি এক নারী দিবস পেয়েছো ,
তিনশত চৌষট্টি দিন , তিনশত পয়ষট্টি রাত
শোকরানা আদায় কর পুরুষের কাছে ;
তারা সূর্যোদয় থেকে সূর্য্য অস্ত যাওয়া অবধি --
পুরো একদিন তোমাকে দিয়েছে তুলে --
সাবধানে রেখ । কোন রাত নয় , অন্ধকার কাল রাতে
অস্পষ্ট থাকে বিবিধ কথা উপকথা , আচার -অনাচার ।
সে সব হাঙ্গামা এড়িয়ে কেবল দিবাভাগ
তোমার জন্য ধার্য্য , নারী তুমি কৃতজ্ঞতায় নতজানু হও
এবং মনে রেখ এ দিনটা তোমার , আচরন বিধি মেনে চলো ;
নারী দিবসের আয়োজনে রাজপথে শ্লোগান দেবে না সশব্দে ,
নীরবে মাথা নীচু করে ধীরপায়ে নির্দিষ্ট চিহ্ণিত রাস্তায় হাটবে --
সীমানার বাইরে যাবে না ।
শরীর আবৃত রাখবে , খুব সাবধান ! দিবস তোমার
তাই বলে চোখগুলো সব তোমার নয় , তবু
চোখের পেছনের গল্পগুলো তোমাকেই নিয়ে লেখা হয় --
যা তুমি করনি , যা তুমি নও , যা তোমার ভূমিকা বিহীন
সে সব উঠে আসে গল্পে ; সাবধানে চলবে জমকালো রাস্তায় ;
জন্ম নিয়ে পুরষ্কৃত পুরুষ , তার অবদান স্মরন রেখ ;
তাদের উদ্যোগে দিবসের ছড়াছড়ি ভিন্ন ভঙ্গিমায়
বিভিন্ন আঙ্গিকে ---
বিশ্বমাতৃত্ব দিবস , কন্যাশিশু দিবস ---
বাহারী নাম , মনোহর উদ্দেশ্যে নারীজন্ম সার্থক ।
এ সবের ওজন মেপে চলো ; নারী দিবস ছাড়া
কোন অধিকারের প্রসঙ্গ তুলবে না ; কোন অভিযোগ নয়--
আসলে নারীদের কোন অভিযোগ থাকতে নেই ।
যে তাকে প্রলুব্ধ করলো , যে তাকে পথে নিল ডেকে
সে পুরুষ , সে তার স্বেচ্ছাচারীতার কৈফয়ত দেবে না ,
দেবে তুমি ; কেন তাকিয়েছিলে তার দিকে করুনায় ছলছল ,
তুমি নারী , ধ্বংস হোক তোমার দুই চোখ ,পচন ধরুক
তোমার দুই পায়ে , গলে খসে পড়ুক চামড়া --
তুমি নারী মনে রেখ ।
তোমাকে একটা সম্পূর্ন দিন দেয়া হয়েছে ,
মা , কন্যা , বধূ উপাধি আছে --
এ সব নিয়ে সুখে থাকো ।
পুরুষের কান্না শুনে থমকে গেলে যেতে পারো ,
কান্নার জল মুছতে যেও না , সমূহ বিপদ ।
সে তোমার জল মোছার ছলচাতুরী গল্প নিয়ে বসে আছে
বাজারে বিকোবে বলে --
তাকে যে পেটে ভাতে বাঁচতে হবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।