[পূর্ব প্রকাশের পর]
৭৮. 'লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক'_ এ দোয়াটি কখন পড়া হয়?
ক মসজিদ থেকে বের হওয়ার সময়
খ মসজিদে প্রবেশের সময়
গ হজ পালনের সময়
ঘ মৃত ব্যক্তি করব দেওয়ার সময়
৭৯. কোরবানি আদায় করতে হয় কখন?
ক ৮ জিলহজ থেকে ১২ জিলহজ তারিখের মধ্যে
খ ৮ জিলহজ থেকে ১০ জিলহজ তারিখের মধ্যে
গ ১০ জিলহজ হতে ১২ জিলহজ তারিখের মধ্যে
ঘ ৯ জিলহজ হতে ১২ জিলহজ তারিখের মধ্যে
৮০.কোরবানি করা কখন থেকে চালু হয়?
ক হজরত মূসা (আ.) এর সময় থেকে
খ হজরত ঈসা (আ.) এর সময় থেকে
গ হজরত ইয়াকুব (আ.) এর সময় থেকে
ঘ হজরত ইব্রাহীম (আ.) এর সময় থেকে
৮১.'আকিকা' শব্দের অর্থ কি?
ক প্রার্থনা করাখ ইচ্ছা করা
গ উৎসর্গ করাঘ কেটে ফেলা
৮২.আকিকা করা মুসলমানের কী ধরনের কাজ?
ক সুন্নত খ ফরজ গ নফল ঘ ওয়াজিব
৮৩.আকিকা কখন করা উত্তম?
ক সন্তান জন্মের সপ্তম দিন
খ সন্তান জন্মের দশম দিন
গ সন্তান জন্মের এক মাসের মধ্যে
ঘ সন্তান জন্মের ছয় মাসের মধ্যে
৮৪.পিতা-মাতাকে সন্তান জন্মের সপ্তম দিনে কয়টি কাজ করতে হয়?
ক তিনটি খ চারটি গ পাঁচটি ঘ ছয়টি
৮৫.কে নিজের আকিকা নিজেই করেছিলেন?
ক হজরত ইব্রাহীম (আ.)
খ হজরত ঈসা (আ.)
গ হজরত সোলাইমান (আ.)
ঘ হজরত মুহাম্মদ (স.)
৮৬.'আববদ' শব্দের অর্থ কি?
ক অবাধ্য বান্দাখ উত্তম বান্দা
গ অনুগত বান্দাঘ জ্ঞানী বান্দা
৮৭.কোনটি মৌলিক ইবাদত নয়?
ক সালাতখ সাওম
গ হজঘ সালাম দেওয়া
৮৮.কোনটি ইমানের অঙ্গ?
ক সালাতখ সাওম
গ পবিত্রতাঘ হজ
৮৯.কোনটি পবিত্রতার মাধ্যম নয়?
ক দোয়া খ ওজু গ গোসল ঘ তায়াম্মুম
৯০.আহকাম আরকানসহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে কী বলে?
ক সালাত খ সাওম গ জাকাতঘ হজ
৯১. 'রুকন' শব্দের অর্থ কি?
ক দালান খ খুঁটি গ ইমারত ঘ পাহাড়
৯২. মহানবী (সা.) কোনটিকে জান্নাতের চাবি বলেছেন?
ক সাওম খ হজ গ জাকাত ঘ সালাত
৯৩.কেয়ামতের দিন সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেওয়া হবে?
ক সাওম খ হজ গ জাকাত ঘ সালাত
৯৪. মুমিনের জন্য সঠিক সময়ে সালাত আদায় করা কি?
ক ফরজ খ ওয়াজিব গ সুন্নত ঘ নফল
৯৫.সালাতের ফরজ কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক দুই ভাগেখ তিন ভাগে
গ চার ভাগেঘ পাঁচ ভাগে
উত্তরমালা : ৭৮.গ ৭৯.গ ৮০.ঘ ৮১.ঘ ৮২.ক ৮৩.ক ৮৪.খ ৮৫.ঘ ৮৬.গ ৮৭.ঘ ৮৮.গ ৮৯.ক ৯০.ক ৯১.খ ৯২.ঘ ৯৩.গ ৯৪.ক ৯৫.ক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।