আমাদের কথা খুঁজে নিন

   

বর্তমান প্রজন্মের প্রগতিশীল চিন্তা

আমাদের দেশের রাজনৈতীক পরিস্থিতি এমনও না যে এক দল পানি ঘোলা করবে আর অন্য দল মাছ শিকার করে নর্িয়ে যেতে পারবে, মনে হয় না ।  তাহলে কেন কেউ কেউ নিজেদেরকে সুপার পার্সোন মনে করে ওদের কাঁধে ভর দিয়ে ওদের যৌক্তিক প্রানের দাবীকে পদদলিত করতে চায় । ওদের একতা ভাঙ্গতে চায় । দেশের বৃহত্তর জনগোষ্ঠি আজ এক সুরে কথা বলছে । ওরাতো কিছু এক্সট্রা চাইতেছে না যেটুক প্রাপ‌্য সেটুকুই চাইতেছে ।

বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার  ৪৮.৮৬%(সূত্রঃ ওয়ালর্ড ব্যাংক) নতুন প্রজন্ম ।  ওরা যে সবার চোখ খুলে দিলো । নিজেদের  ৪৮.৮৬% এবং আরও ১৫ % (অল্প শিক্ষিত কৃষক, মজুর, ফেরীওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, বাসের ট্রাকের ড্রাইভার হেলপার ইত্যাদি ইত্যাদি) মোট ৬৩.৮৬% দেশবাসীর চোখঁ খুলে দিয়েছে । চোঁখ খুলে দেওয়ার রাজনিতি আরও অনেক আগেইতো শুরু হয়েছিলো ।  যারা বর্তমান প্রজন্মকে এড়িয়ে চলতে চাইবে কিংবা সাইড লাইনে বসিয়ে রাখতে চাইবে তারা অবশ্যই ভুল করবে ।

এখন আর আগের দিন নাই । দেশের সাধারন মানুষ আগের চেয়ে বেশী বুঝে, দেশের সঠিক ইতিহাস জানে এবং সঠিক ইতিহাস জানার কারনে আগের চেয়ে এখন দেশকে অনেক বেশী করে দেশকে ভালবাসে ।  নতুন প্রজন্মের কথা কি বলবো,  নতুন প্রজন্ম দেশের সাধারন নাগরীকদের চাইতে আরও বেশী সচেতন  । বর্তমান প্রগতিশীল চিন্তার প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই কেবল মাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখা সম্ভব । অন্যথায় তাদের প্রতিকুলে অবস্থান নিতে গিয়ে নিজেদের অতি প্রগতিশীল প্রমান করতে চাইলে দেশের বৃহত্তর প্রগতিশীল চিন্তার নাগর্রীকদের ভীড়ে একটা রাজনৈতীক দলের আদর্শ এবং অস্তিত্ব উভয়ই বিলিন হওয়ার সম্ভাবনা থেকে যায় ।

 এমন পরিস্থিতির মুখোমুখি হতে কেউই উৎসাহীত হবে না । প্রয়োজনে আদশর্ের পরিবর্তন আনতে হবে, একই আদর্শ এবং অবস্থান একাধিক দলের মধ্যে থাকতে পারে না ।   আগে রাজনিতিবিদরা সাধারন নাগরিকদের যা বুঝাইতে চাইতো, যেভাবে বুঝাইতে চাইতো তা'ই বুঝাইতে পারতো । এখন সেভাবে বুঝানো যেহেতু সম্ভব হয়না সেহেতু পূবর্ের রাজনৈতীক দর্শন পরিবর্তন করিলেই রাজনৈতীক দলগুলি লাভবান থাকিবে । রাজনৈতীক দলগুলির মধ্যে নতুন প্রজন্মের অনুভব যে যত আগে গ্রহন করিতে পারিবে তারাই নিজেদের সাথে করে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কাছে টানিতে পারবে ।

নতুন প্রজন্মের চিন্তা চেতনার আলোকে নিজেদের মতাদশর্ের কিছুটা পরিবর্তন আনিয়া তা'দের প্রতি সংহতি প্রকাশ হইবে । নতুন প্রজন্মের নাগরিকরা ভিন্ন কোন দেশ হইতে আবিষ্কার হয় নাই । এরা এই দেশেরই সন্তান । তাদের শিক্ষায় দীক্ষায়  যদি কোন সল্পতা থাকে কিংবা তাদের ধর্ম জ্ঞ্যন যদি কম থাকে তবে সেটা আমাদের লালন পালনের ব্যার্থতা । তাই বলে তাদের হাওয়ায় উড়িয়ে দেয়া যাবেনা ।

তাদের অবশ্যই গনায় ধরতে হবে এবং তাদের গনায় ধরেই এই দেশ পরিচালনায় সকল রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসতে হবে । কারো প্রতি উপদেশ ভাববেন না , এটা সম্পর্ুন আমার ব্যাক্তিগত উপলব্ধি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.