আমাদের দেশের রাজনৈতীক পরিস্থিতি এমনও না যে এক দল পানি ঘোলা করবে আর অন্য দল মাছ শিকার করে নর্িয়ে যেতে পারবে, মনে হয় না । তাহলে কেন কেউ কেউ নিজেদেরকে সুপার পার্সোন মনে করে ওদের কাঁধে ভর দিয়ে ওদের যৌক্তিক প্রানের দাবীকে পদদলিত করতে চায় । ওদের একতা ভাঙ্গতে চায় । দেশের বৃহত্তর জনগোষ্ঠি আজ এক সুরে কথা বলছে । ওরাতো কিছু এক্সট্রা চাইতেছে না যেটুক প্রাপ্য সেটুকুই চাইতেছে ।
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ৪৮.৮৬%(সূত্রঃ ওয়ালর্ড ব্যাংক) নতুন প্রজন্ম । ওরা যে সবার চোখ খুলে দিলো । নিজেদের ৪৮.৮৬% এবং আরও ১৫ % (অল্প শিক্ষিত কৃষক, মজুর, ফেরীওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, বাসের ট্রাকের ড্রাইভার হেলপার ইত্যাদি ইত্যাদি) মোট ৬৩.৮৬% দেশবাসীর চোখঁ খুলে দিয়েছে । চোঁখ খুলে দেওয়ার রাজনিতি আরও অনেক আগেইতো শুরু হয়েছিলো । যারা বর্তমান প্রজন্মকে এড়িয়ে চলতে চাইবে কিংবা সাইড লাইনে বসিয়ে রাখতে চাইবে তারা অবশ্যই ভুল করবে ।
এখন আর আগের দিন নাই । দেশের সাধারন মানুষ আগের চেয়ে বেশী বুঝে, দেশের সঠিক ইতিহাস জানে এবং সঠিক ইতিহাস জানার কারনে আগের চেয়ে এখন দেশকে অনেক বেশী করে দেশকে ভালবাসে । নতুন প্রজন্মের কথা কি বলবো, নতুন প্রজন্ম দেশের সাধারন নাগরীকদের চাইতে আরও বেশী সচেতন । বর্তমান প্রগতিশীল চিন্তার প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারলেই কেবল মাত্র নিজেদের অস্তিত্ব ধরে রাখা সম্ভব । অন্যথায় তাদের প্রতিকুলে অবস্থান নিতে গিয়ে নিজেদের অতি প্রগতিশীল প্রমান করতে চাইলে দেশের বৃহত্তর প্রগতিশীল চিন্তার নাগর্রীকদের ভীড়ে একটা রাজনৈতীক দলের আদর্শ এবং অস্তিত্ব উভয়ই বিলিন হওয়ার সম্ভাবনা থেকে যায় ।
এমন পরিস্থিতির মুখোমুখি হতে কেউই উৎসাহীত হবে না । প্রয়োজনে আদশর্ের পরিবর্তন আনতে হবে, একই আদর্শ এবং অবস্থান একাধিক দলের মধ্যে থাকতে পারে না ।
আগে রাজনিতিবিদরা সাধারন নাগরিকদের যা বুঝাইতে চাইতো, যেভাবে বুঝাইতে চাইতো তা'ই বুঝাইতে পারতো । এখন সেভাবে বুঝানো যেহেতু সম্ভব হয়না সেহেতু পূবর্ের রাজনৈতীক দর্শন পরিবর্তন করিলেই রাজনৈতীক দলগুলি লাভবান থাকিবে । রাজনৈতীক দলগুলির মধ্যে নতুন প্রজন্মের অনুভব যে যত আগে গ্রহন করিতে পারিবে তারাই নিজেদের সাথে করে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কাছে টানিতে পারবে ।
নতুন প্রজন্মের চিন্তা চেতনার আলোকে নিজেদের মতাদশর্ের কিছুটা পরিবর্তন আনিয়া তা'দের প্রতি সংহতি প্রকাশ হইবে । নতুন প্রজন্মের নাগরিকরা ভিন্ন কোন দেশ হইতে আবিষ্কার হয় নাই । এরা এই দেশেরই সন্তান । তাদের শিক্ষায় দীক্ষায় যদি কোন সল্পতা থাকে কিংবা তাদের ধর্ম জ্ঞ্যন যদি কম থাকে তবে সেটা আমাদের লালন পালনের ব্যার্থতা । তাই বলে তাদের হাওয়ায় উড়িয়ে দেয়া যাবেনা ।
তাদের অবশ্যই গনায় ধরতে হবে এবং তাদের গনায় ধরেই এই দেশ পরিচালনায় সকল রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসতে হবে ।
কারো প্রতি উপদেশ ভাববেন না , এটা সম্পর্ুন আমার ব্যাক্তিগত উপলব্ধি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।