আমাদের কথা খুঁজে নিন

   

হোজ্জার গল্প বলা

চাই রাজনৈতিক শোষনমুক্ত বাংলাদেশ

একদিন নাসির উদ্দিন হোজ্জাকে একা পেয়ে গ্রামের ছেলেরা তাঁর কাছ থেকে গল্প শোনার বায়না ধরল। হোজ্জা সাহেব বলল আজ সময় নেই। কিন্তু ছেলেরা নাছোড় বান্দা তারা হোজ্জার কাছ থেকে গল্প শুনবেই। তো কি আর করা। হোজ্জা সাহেব শুরু করলেন গল্প।

বললেন আমি তোমাদের একটা গল্প বলব তোমরা তা কি তা জান। ছেলেরা বলল না। হোজ্জা রেগে গিয়ে বললেন তোমরা কিছুই জাননা। তাহলে কিভাবে গল্প শুনবে। হোজ্জা আবার বললেন আমি তোমাদের একটা গল্প বলব তোমরা সে গল্প টা কি তোমরা জান।

ছেলেরা বলল হ্যাঁ জানি। হোজ্জা এবার বলল তোমরা জান তাহলে আমার কাছ থেকে কী শুনবে। ছেলেরা বিপাকে পড়ে গেল। তারা মিলে যুক্তি করল, একদল বলবে জানি, আরেক দল বলবে জানিনা। হোজ্জা আবার শুরু করলেন, হোজ্জা আবার বললেন আমি তোমাদের একটা গল্প বলব তোমরা সে গল্প টা কি তোমরা জান।

তখন অর্ধেক ছেলে বলল জানি, আর বাকী অর্ধেক বলল জানিনা, তখন হোজ্জা বললেন তোমরা এক কাজ কর যারা যান তারা বাকীদের শুনিয়ে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।