আমাদের কথা খুঁজে নিন

   

হোজ্জার রোজার হিসাব



হোজ্জা ভাবছে- মাহে রমজান অর্থাৎ রোজা শুরু হয়েছে। পবিত্র মাস, কয় রোজা গেল, হিসাব রাখি। আজকাল সব মনে থাকে না। লোকে জিজ্ঞেস করলে বলতে পারবো। তাই সে ঘরে গোপন জায়গায় এক ঝুড়িতে প্রতিদিন এক একটি করে নুড়ি পাথর এনে জমা করে আর হিসাব রাখে।

তার নাতির কৌতুহল হলো? নানাভাই ওখানে লুকিয়ে কি রাখে? দেখে নুড়ি পাথর। তাই সে ভাবলো উনাকে সাহায্য করি। নানাভাই রোজ একটা একটা করে আনে, কষ্ট হয় বোধহয়। তাই সে বেশী করে এনে ঝুড়িতে রাখা শুরু করলো। কয়দিন পর প্রতিবেশী হোজ্জাকে জিজ্ঞেস করলো- ভাই হোজ্জা, কয় রোজা হোল? হোজ্জা বললো- এক মিনিট দাঁড়াও।

এখুনি বলছি। সে ঘরে যেয়ে নুড়ি গুনে দেখে ১৪৭। সে ভাবলো, এত হবে কি করে? তাই সে ফেরত এসে কমিয়ে বললো, ভাই ৪৭ রোজা হয়েছে। প্রতিবেশী অবাক হয়ে বলে- তা কি করে হয়? রোজা হয় মাত্র ৩০টি! হোজ্জা বললো, তাই বিশ্বাস করছো না? সত্যি বললে জানতে যে রোজা হয়েছে ১৪৭টি! উৎস: প্রচলিত গল্প। আজ ১১ রমজান, ২০শে রমজান পর্যন্ত মাগফিরাতের সময়।

মাগফিরাত অর্থ ক্ষমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।