আমাদের কথা খুঁজে নিন

   

হোজ্জার গল্প----প্রলয়কাণ্ড

পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর
নাসিরুদ্দীন হোজ্জা খুব যত্ন করে একটা খাসি পুষতেন। নাদুসনুদুস সেই খাসিটার ওপর পড়শিদের খুব লোভ_আহা! কবে যে এর মাংস খাওয়া যাবে! একদিন কয়েকজন লোভী পড়শি শলাপরামর্শ করে জোট বেঁধে এল হোজ্জার বাড়িতে। হোজ্জাকে ডেকে বলল, 'ও মোল্লা সাহেব, বড়ই দুঃসংবাদ। আগামীকাল নাকি এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে। হায়! এত সাধের বাড়িঘর, সহায়সম্পদ, এমনকি তোমার ওই প্রিয় খাসিটাও থাকবে না, সব শেষ হয়ে যাবে।

' হোজ্জা বুঝলেন তাদের মতলবখানা কী? তিনি মুচকি হেসে পড়শিদের বললেন, 'তবে খাসিটাকেও ধ্বংস করা হোক। দুনিয়া ধ্বংসের আগে এসো একে জবাই করে খেয়ে ফেলি। ' পড়শিরা তো এ সুযোগের অপেক্ষায়ই ছিল। খাসি জবাই করে মহা ধুমধামে রান্না করে পেট পুরে খেলো। তারপর গায়ের জামা খুলে আরাম করে সবাই ঘুমিয়ে পড়ল হোজ্জারই বৈঠকখানায়।

সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে তাদের জামা উধাও। খালি গায়ে সারা ঘর তন্নতন্ন করে জামা খুঁজতে লাগল তারা। হোজ্জা তখন বললেন, 'ভাইয়েরা, দুনিয়াই যদি ধ্বংস হয়ে যায়, জামা দিয়ে কী হবে? তাই তোমরা ঘুমানোর পর আমি সবার জামা আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলেছি!'
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।