আমাদের কথা খুঁজে নিন

   

হোজ্জার সাজেশন



নির্বাচন বিষয়ক হোজ্জার কিছু মেড ইজি সাজেশন । এম পি নির্বাচন গ্রহনযোগ্য করার সহজ ফমর্ূলা: 1) নোট দিয়ে ভোট হবে। যে যত বেশী নোট দিয়ে ভোট কিনবে নির্বাচনে তার জিত। 2) উভয় দল তাদের শক্তিশালি প্রাথর্ীকে মনোনয়ন দিবে। এরপর ফ্রিষ্টাইলে কুস্তি প্রতিযোগিতা হবে।

যার জিত সেই এম পি। 3) 100 মিটার ফ্রিষ্টালে দৌড় হতে পারে। সামনে গমের বস্তা রেখে দেখা যেতে পারে সেই বস্তা আগে উঠিয়ে নিয়ে কে দৌড় দেয় । স্ যে;ে ইলেকশনে বিজয়ী হবে এতে কোন সন্দেহ নেই । এতএব ভোট ছাড়াই তাকে বিজয়ী ঘোষনা করা হবে।

( নির্বাচনের পর জনতার ধাওয়া খেয়ে পালায়নের ক্ষমতার পরীক্ষাও এতে হয়ে যাবে) 4) যে যত বেশী টপ টেরর জোগাড় করতে পারবে সেই বিজয়ী। ( গোলাগুলির দরকার কি ?) 5) ব্যাংক ব্যালেন্স পরীক্ষা করা যেতে পারে( যার একাউন্টে যত বেশী টাকা সেই বিজয়ী( এ ক্ষেত্রে জনতা মাইর খেয়ে যেতে পারে) 6) সাম্যবাদের নীতিতে কাজ করা। উভয়েই জোট 150 টা করে সিট ভাগাভাগি করে নিবে। এবং আড়াই বছর একদল আর পরের আড়াই বছর আরেক দল। তারা মিলে মিশে খাক ।

আর জনগন কিছুটা শান্তি পাক( ওটা কিন্তু পাকিস্তানের পাক না আগেই কইলাম)। 7) যেহেতু বাংঙ্গালী কাইজা করে ,দরকার জাতীয় সরকার নয় বিজাতীয় সরকার। কারোরই কেন ক্ষোভ নাই । তারা এসে দেশ চালাবে। জাতির নেতারা তে একটু কিছু হইলেই ধর্না দিয়া তাগো হাতে পায়ে ধরে।

( আমার পূর্ব পুরুষের কথা স্মরণ কইরা আমারেই দিতে পরেন) 8) সরকার নামক ব্যাক্তিদের ক্ষমতায় বসানো যেতে পারে। নামের পিছনে সরকার থাকতে তারাই সরকারে আসুক। 9) দেশে গনতন্ত্র লইয়া এক উন্মদনা শুরু হয়েছে । এই ক্ষেত্রে উন্মাদ পত্রিকা সম্পাদক ও তার দলবলই ক্ষমতায় যাবার যোগ্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।