গনতন্ত্র ঝুলি্ল খাইতেছে, পইড়াও যাইতেও পারে।
একাবার আমি আর আমার বাপজান গেছিলাম একটা গাধা কিনতে। গাধা কিইনা আমরা আইতে ছিলাম । পথে আমাদের লোকজন কইলো , আরে তোমরা কি বোকা নাকি? একটা আস্ত গাধা থাকতে হাইটা যাও। এখন প্রশ্ন হইলো গাধায় চড়বো কে? শেষে আমি বাপজানরে কইলাম।
বাপজন চড়। কিছুদুর যাওয়ার পর একপাল পোলাপানে কয় কেমন বাপ ? বেটারে হাটাইয়া বাপ যায়। চড়লাম অমি , কিছুদুর যাওয়ার পর, একপাল বুড়া কয় আরে দেখ বুড়া বাপটারে হাটাইয়া পোলা গাধার পিঠে যায় । শেষে দুইজনই চড়লাম গাধায় । এইবার বেকতেই কইলো গাধায় টাল খাইছে? শেষে গাধাটারেই বাপ বেটায় কান্ধে নিছি।
এক ভাঙ্গা পুলের পাড়ে আইসা গাধা নদীতে নিজের চেহারা দেইখা টাসকি খাইছে । শেষে চিৎকার কইরা পইড়া পনিতে ডুইবা গেছে।
এই দেশে আইসা দেহি হেই কাহিনীই চলতাছে । একবার বিএনপি গনতন্ত্র নামক গাধাটারে উপড়ে চড়তে চায় । আর একবার আওয়ামী লীগ ।
এখন কে চড়বো সেই নিয়া ঝামেলা। দুইজনই গাধাটারে উপড় চড়বো । এখন যদি দুইজনই যদি গাধার উপর উঠতে চায় তাইলে কি দাড়ায়? গনতন্ত্র এখন পানির মইধ্যে পইড়া গেছে? তারে উঠাইবো কে?
একটি এ্যাড আইডিয়া
কদুর তেলের মাথা ঠান্ডা রাখে
খালেদা ম্যাডাম , হাসিনা আপা দুইজন এখন একসাথে , গোলাগুলি নয় হাসিমুখে গলাগলি করছেন।
উভয়েই এখন খাটি কদুর তেল ব্যবহার করছেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।