আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালিদের আকাশ পথে ভ্রমণের আদব কায়দা শেখা উচিত(রিপোস্ট)



কদিন আগে দক্ষিণ কোরিয়া থেকে দেশে আসছিলাম। মালয়েশিয়ায় ৯ ঘন্টা বসার পর মালয়েশিয়ান এয়ারলাইন্সে রাত সাড়ে ১০ টায় উঠলাম। কিন্তু বিমান তো ছাড়ে না। এয়ার হোস্টেজকে জিগেস করার পর সে জানাল,আবুল হোসেন নামের একজন এখনো উঠেনি। ২০ মিনিট পর বিমান ছাড়ল।

যারা আমার সহযাত্রী ছিল তারা বিমানটিকে মাছের বাজারে পরিণত করল। কেউ মোবাইলে গান বাজাতে লাগল,কেউ উচ্চ স্বরে কথা বলছিল। আমার পেছনের সিটে দুই তরুণ বসেছিল। তাদের একজন এয়ার হোস্টেজকে এই মাগী বলে ডাক দিল,এয়ার হোস্টেজ মালয়েশিয়ার ছিল বলে হয়ত তা বুঝেনি। তবে মজার একটি ঘটনা ঘটল এরপর।

বিমানের স্পিকারে বাঙলায় ঘোষণা এল, এই বিমানের মেঝেতে ঘুমানো নিষেধ। অর্থাত কোন বাঙালি হয়ত মেঝেতে ঘুমিয়ে গেছে। এভাবেই বিদেশে আমাদের নেতিবাচক ভাবমূর্তি গড়ে উঠছে। বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ আছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.