আমাদের কথা খুঁজে নিন

   

মন্তব্যের আগে পোস্টটি ভাল করে পড়ে বুঝে নেবেন।

ধর্ম যদি শুধুই আপনার জন্মসূত্রের উত্তরাধীকার হয়ে থাকে আর সেই কারণেই আপনি একটি ধর্মের মালিক হয়ে থাকেন আপনার পক্ষে অন্ধ ধার্মিক হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি জেনে বুঝে পড়ে নিয়মিত চর্চায় ধার্মিক হয়ে থাকেন তাহলে আপনি হবেন শান্তিপ্রিয় একজন মানুষ যার জীবনাচার অহিংস হতে বাধ্য, আপনার মুখে থাকবে শান্তির ললিত বাণী। আপনার জন্য একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী হওয়া এবং অবাধে ধর্মপালন যেমন অধিকার তেমনি সমান অধিকার একজন হিন্দু, খৃষ্টান বা বৌদ্ধ সহ অপরাপর ধর্মাবলম্বীরও। ঠিক তেমনি একজন মানুষের জন্য নাস্তিক হওয়াও তার অধিকার। তবে--- ধর্ম নিয়ে বাড়াবাড়ি, নিজের বিশ্বাস অন্যের উপর জোর করে চাপানো একটি বড় অপরাধ ঠিক তেমনি নাস্তিকতাবাদ নিয়ে বাড়াবারি এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মানুভূতিতে আঘাত দেয়াও একটি বড় অপরাধ---কারণ এইসব বিশ্বাস পালন এবং নিজের মধ্যে লালনের অধিকারটি মানুষের খুব মৌলিক। আপনা যাই বিশ্বাস করেন সেটি আপনার জন্য শ্রেষ্ঠ হতে পারে অন্যের জন্যে নয়। নিজের বিশ্বাস নিজের কাছে নিয়ে থাকুন, ধর্মিয় মৌলবাদ এবং নাস্তিক্য মৌলবাদ একই রকম ক্ষতিকর। যে যার বিশ্বাস পালন করুন, অপরাপর বিশ্বাসের অনুগামীদের সাথে শান্তিতে সহাবস্থান করুন। শান্তি চাই--নিজের মৌলিক অধিকারে সকলের সাথে সুন্দরভাবে সহাবস্থান চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.