আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ উপশমে চিনি

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

ক্রোধ উপশমে চিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক বার্ড বুশম্যান রাগের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন চিনি রাগ উপশমে সাহায্য করে| সম্প্রতি তাঁর এ গবেষণার ফল এক জার্নালে প্রকাশিত হয়েছে| তিনি বলেছেন, চিনি রক্তপ্রবাহকে ঠিক রেখে মসত্মিষ্কে শক্তি যোগাতে সাহায্য করে| কেউ রাগ করলে আগের অবস্থায় তার মনকে স্বাভাবিক করার কাজে মসত্মিষ্কের অনেক শক্তি ব্যয় হয়| গস্নুকোজ ও মিষ্টিদ্রব্য অতিদ্রম্নত মস্তিষ্ককে সেই শক্তি যোগান দিতে পারে| লেবু দেয়া কোন মিষ্ট পানীয় পান করলেও বেশ খানিকটা উপকার পাওয়া যায়; তাতেও খানিকটা মসত্মিষ্কের শক্তি পাওয়া যায়| গবেষক জানিয়েছেন, তাঁরা বেশকিছু কলেজ ছাত্রের মেজাজ পরীৰা করেছেন| তাতে এই চিনি বা গস্নুকোজের সুফলের অকাট্য প্রমাণ পেয়েছেন| রাগ হলে অনেকের অবস্থা এমন হয় যে তিনি যেন নিজেকে সামাল দিতে পারছেন না, কিছুতেই আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না| সেজন্য তিনি যদি চিনি-গস্নুকোজ বা মিষ্টি কোন খাবার ওই সময় খানিকটা খেয়ে নেন তাহলে দ্রুত সেই মিষ্টি তাঁর মেজাজ স্বাভাবিক করতে মসত্মিষ্ককে সাহায্য করবে অর্থাৎ সেখানে শক্তি যোগাবে| রাগে অগি্নশর্মাদের জন্য যে ভাল দাওয়াই পাওয়া গেছে এতে, সে বিষয়ে সন্দেহ নেই| রাগ হলে মেজাজ হয় গরম, সঙ্গে সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কিছু খেলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে মেজাজটাও, রাগ পালাবে, চমৎকার ওষুধ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।