আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

রক্তনালিকার প্রাচীর ঘেঁষে বইছে অসুস্হ তরল_ দাঁতে দাঁত ঘষে তুলেছি ভৌতিক ছন্দ সুর..... এই ছন্দের সাথেই ক্ষয়ে যাবে আমার- ক্যানাইন ইনসিসর সব..... ....... তবু থামবে না ক্রোধ! কোটর থেকে বেরিয়ে আসা নোংরা হলুদ চোখ নিঃশ্বাসের সাথে বিষাক্ত বাতাস; ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে আসা অসভ্য লালসা । দিয়ে- চেটে-পুটে অপবিত্র করে দেব আজ যত শুদ্ধ আচরণ আর ভালো লাগা.... কানে ধ্বনিত হওয়া কুকুরের কান্না, কন্ঠনালী থেকে বেরিয়ে আসা হায়েনার হাহাকার মুছে দিক সব আনন্দ ধ্বনিকে। আমার ক্রোধ_ লেলিহান শিখার মত সবকিছুকে ছাই করে দিক আর__ পৃথিবী দেখুক আমার অসুস্হ উল্লাস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।