আমাদের কথা খুঁজে নিন

   

ক্রোধ



এক অন্তরঙ্গ ক্রোধ আমাকে বাঁচিয়ে রাখে আর রাখঢাক খেলাধুলা করে অমীমাংসার জলে অলৌকিক সাঁতার শেষে জল তৃষ্ণা পেয়ে গেলে দেখি- কুয়োর ভেতর বোতল বন্দি এক রাজকণ্যা-ইশারাময়। আমি যতই অনুবাদ করি- অমীমাংসার জল, অলৌকিক সাঁতার,কুয়ো,বোতল, রাজকণ্যা, ইশারা সব; সবই তৃষ্ণা হয়ে যায়। জীবনের অযুত আয়োজন ভাবনায় ভর করে অবশেষে নেমে আসে অর্থহীনতার বাঁকে বাঁকে বাঁকে সংঘাত আর সন্যাস যুগপৎ ইশারাময়। আমি, না জড়াব সংঘাতে না হব সন্যাসী ভেবে সংঘাত ও সন্যাস নিয়ে মরে যেতে চাই, শুধু এক অন্তরঙ্গ ক্রোধ আমাকে বাঁচিয়ে রাখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।